• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাছে অতিরিক্ত পানি দিচ্ছেন, বুঝবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৩:২৪ পিএম
গাছে অতিরিক্ত পানি দিচ্ছেন, বুঝবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বাসার ভেতরে গাছ রাখতে অনেকেই পছন্দ করেন। তবে বেশিরভাগ সময়ে বারান্দা বা ছাদে গাছ লাগাতে দেখা যায়। এসব গাছের পরিচর্যায় যত্নশীল হতে হয়। নয়ত দেখা যায় ছোট একটা ভুলেও গাছ মরে যেতে পারে। সেক্ষেত্রে গাছগুলোর যত্নে পানির ব্যবহারে সচেতন হতে হবে। কোনও জিনিসই অতিরিক্ত ভালো না, তেমনি গাছেও প্রয়োজনের বেশি পানি দিলে মরে যেতে পারে। তাই গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

গাছের ধরণ বুঝে পানি দিতে হবে। কারণ সব গাছের খাদ্যচাহিদা সমান না। কোনো কোনো গাছের পানি শোষণক্ষমতা বেশি, প্রতিদিনই পানি দেওয়া প্রয়োজন। আবার কিছু গাছ আছে যেগুলোর পানির প্রয়োজন কম। কিছু গাছ আছে যেগুলো কান্ডে পানি ধরে রাখতে পারে তাই তাদের পানি খুব কম লাগে। টবের মাটি শুঁকিয়ে এলে তবেই পানি দেওয়া প্রয়োজন। কেননা গাছ মারা যাওয়ার অন্যতম একটি কারণ প্রয়োজনের অতিরিক্ত পানি। তাই জেনে নিন, শখের গাছ গুলোতে অতিরিক্ত পানি দিচ্ছেন কীভাবে বুঝবেন-

  • যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন সতর্ক হোন। কারণ পানি কম বা বেশি দিলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তখন পানি দেওয়া বন্ধ করে সরাসরি সূর্যালোকে রাখুন।
  • টবে অতিরিক্ত পানি জমে গাছের শিকড়ে পচন ধরতে পারে। যদি মনে হয় শিকরে পচন ধরেছে তখনই পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ এই ভাবে শিকরে পচন থেকে একটা সময় গাছ মারাও যেতে পারে। এ জন্য পানি যেন জমে না থাকে, সেদিকে লক্ষ রাখুন।

কী করে বুঝবেন গাছের কখন পানি প্রয়োজন? 
ঢালাওভাবে সব গাছে সমানতালে পানি না দিয়ে গাছের ধরন বুঝে পানি দিন। কিছু কিছু গাছ আছে যেমন- ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট এবং জেড প্ল্যান্টের ক্ষেত্রে মাটি সম্পূর্ণরূপে শুকিয়ে এলে তবেই পানি দিন। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় মাটিতে একটা আঙুল ঢুকিয়ে দেখুন। যদি কোনও মাটি লেগে থাকে, তার মানে এখন মাটি আর্দ্র। পানি প্রয়োজন নেই। যদি দেখেন, আঙুলে কিছুই লেগে নেই, তা হলে বুঝবেন এবার পানি দেওয়ার সময় হয়েছে।  অন্যদিকে ফার্নজাতীয় গাছ স্যাঁতসেঁতে মাটি পছন্দ করে। ফলে মাটিতে একটু ভেজা ভাব থাকতেই পারে। 

Link copied!