ফ্যাশনে প্রতিবছরই বদল আসে। বিশেষজ্ঞরা নিত্যনতুন ফ্যাশন ধারণা নিয়ে কাজ করেন। প্রতিবছরই নতুন কিছু ফ্যাশন উপহার দেন। নতুনত্বকে স্বাগত জানিয়ে সেই ফ্যাশন রীতিমতো ট্রেন্ডে চলে আসে। বছরজুড়ে সেসব ফ্যাশন নিয়ে তোলপাড় করেন ফ্যাশনপ্রেমীরা। ২০২৪ সালও ব্যতিক্রম নয়। এই বছরও ১২ ফ্যাশন ট্রেন্ড নজর কেড়েছে। আলোচিত ফ্যাশন ট্রেন্ডগুলোতে কিছু বৈচিত্র্যময় স্টাইলও লক্ষ্য করা গেছে। চলুন জেনে আসি, এ বছর বৈচিত্রময় ট্রেন্ডগুলোর মধ্যে কী কী ছিল।
কো-অর্ড টেকনিক
বছরের স্টাইলিংয়ে এই বছর ফ্যাশন বিশ্ব লুফে নিয়েছে কো-অর্ড টেকনিক। কো-অর্ড মূলত টু-পিস সেট পোশাক। ম্যাচিং কালারের টু পিস। যা প্রিন্ট অথবা সিঙ্গেল কালার ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। কখনো টপ এবং স্কার্টের যুগলবন্দি হয়। আবার কো-অর্ডিনেটেড জগার এবং সোয়েটশার্টের মেলবন্ধনও দেখা যায়। ব্লাউজ আর লেহেঙ্গা স্কার্টের সঙ্গেও মিলিয়ে নেওয়া যায়। দুটি আলাদা পোশাক হলেও রং, ঢংয়ে একই হয়।
সাসটেইনেবল ফ্যাশন
২০২৪ সালে সাসটেইনেবল বা টেকসই ফ্যাশন আরও জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা এখন পরিবেশবান্ধব পোশাকের দিকে বেশি ঝুঁকছেন। নতুন ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন পুনর্ব্যবহৃত উপকরণ এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পোশাক তৈরি করছে। এই ট্রেন্ডটি পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ।
ভিনটেজ স্টাইল
ভিনটেজ স্টাইল ২০২৪ সালে আবার জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ১৯৮০ এবং ১৯৯০ দশকের ফ্যাশন আবারও ফিরে এসেছে। বড় বড় কলার, পাফ স্লিভ এবং প্যান্ট স্যুটের মতো পোশাকগুলোর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরণের প্যাটার্ন যেমন চেক, ডট এবং স্ট্রাইপও চাহিদা বাড়িয়েছে।
মেটালিক এবং শাইনি পোশাক
মেটালিক রঙের পোশাক এবং শাইনি ফ্যাব্রিক ২০২৪ সালের অন্যতম বড় ট্রেন্ড। সিলভার, গোল্ড, ব্রোঞ্জ, এবং মেটালিক ব্লু রঙের পোশাকগুলো আড্ডা এবং পার্টির জন্য আদর্শ। মেটালিক পোশাকের সঙ্গে ফিউচারিস্টিক অ্যাকসেসরিজও খুবই জনপ্রিয় হয়েছে।
আর্মি গ্রিন এবং ক্যামো
ক্যামো বা আর্মি গ্রিন ২০২৪ সালে স্ট্রিট ফ্যাশনে ট্রেন্ড হয়ে উঠেছে। বিশেষ করে মিলিটারি স্টাইলের জ্যাকেট, প্যান্ট এবং টপগুলোর সঙ্গে পোশাকগুলো খুব জনপ্রিয়। এই স্টাইলটি ক্যাজুয়াল এবং স্টাইলিশ মনে হয়। যা চলতি বছরে সবার মধ্যে প্রবল জনপ্রিয়তা পেয়েছে।
গ্ল্যাম রেট্রো
২০২৪ সালে রেট্রো ফ্যাশন আবার ফিরে এসেছে। তবে নতুন একটি গ্ল্যাম উপস্থাপনায়। ১৯৬০-১৯৭০ দশকের গ্ল্যাম শার্ট, ড্রেস এবং স্কার্ট আবার বড় একটি ফ্যাশন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ফ্লেয়ার প্যান্ট, জাম্পস্যুট এবং মিনি স্কার্টের মতো পোশাকগুলো খুবই জনপ্রিয়।
অভারসাইজড পোশাক
২০২৪ সালে আবারও বড় সাইজের পোশাক ফিরেছে। এই ট্রেন্ডে ভারী এবং বিশাল আকারের শার্ট, স্যুট, জ্যাকেট এবং ট্রাউজার জনপ্রিয় হচ্ছে। এটি একদিকে যেমন আরামদায়ক, তেমনি স্টাইলিশও। ফ্যাশন ইন্ডাস্ট্রি এই আড়ম্বরপূর্ণ আকারের পোশাকগুলোকে ক্রমাগত প্রচারে আনছে।
কেবল স্টাইল
২০২৪ সালে কেবল স্টাইলের পোশাকগুলো অনেক বেশি দেখা যাচ্ছে। ব্লাউজ বা টপের উপর কেবল তৈরি হালকা ডিজাইনের কাজের পোশাকগুলো ট্রেন্ড করেছে। শীতকালে এই পোশাক খুবই জনপ্রিয় হয়েছে। কারণ এটি আরামদায়ক এবং স্টাইলিশ।
নেচার ইনস্পায়ার্ড প্যাটার্ন
প্রকৃতি থেকে অনুপ্রাণিত প্যাটার্ন ২০২৪ সালের অন্যতম আলোচিত ট্রেন্ড হয়ে উঠেছে। ফ্লাওয়ার প্যাটার্ন, গ্রিনারি এবং ল্যান্ডস্কেপ প্রিন্ট সারা বছর ধরে জনপ্রিয় ছিল। এই ধরনের প্যাটার্নগুলো বিভিন্ন পোশাক যেমন ড্রেস, স্কার্ট, টপ এবং স্যুটে ব্যবহার হচ্ছে। যা ফ্যাশনে একধরনের ন্যাচারাল চমক আনছে।
হ্যালোইন ট্রেন্ড
‘বিটলজুস’র সিক্যুয়াল ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বিটলজুস বিটলজুস’র অন্যতম চরিত্র শ্রাঙ্কেন হেড ববের লুক এবারের হ্যালোইনের অন্যতম আকর্ষণ ছিল। ছোট মাথা ও ওভারসাইজ হলুদ পোশাকের ভারসাম্যহীনতাই পরিণত হয়েছে হ্যালোইন পোশাক ট্রেন্ডে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে আকর্ষণীয় নাচের মাধ্যমে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান ব্রেকড্যান্সার রেগুনের পোশাকও এবারের হ্যালোইন পোশাক ট্রেন্ড মাতিয়ে তুলেছে।
মেটালিক ধারা
পোশাকের ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে এমন ফ্যাশনই এবার জনপ্রিয় হয়েছে। কোমরের ওপরে প্যান্ট পরার চল ছিল এই বছর। পোলো শার্টের চলও দেখা গেছে। অনেকে লম্বা কাটের পোলো শার্টের বেল্ট পরে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। পোশাকে নানাভাবেই উঠে এসেছে সোনালি ও রুপালি মেটালিকের ধারা।
জেন জি ট্রেন্ড
এই বছর ফ্যাশনের একটি বড় নির্ধারক ছিল জেন জি প্রজন্ম। টেকসই ফ্যাশনের পাশাপাশি স্ট্রিট ফ্যাশনেও তাদের আগ্রহ ছিল। ভিনটেজ, রেট্রো, অতিরিক্ত বড় আকারের পোশাক এবং টেকসই কাপড়ের মধ্য দিয়ে বৈচিত্র্য ধরে রেখেছেন। কটেজকোর ফ্যাশনও দেখা গেছে এ বছর। এছাড়াও পোশাকে পলকা ডট, বো ও ফিতার ব্যবহার দেখা গেছে।