হাজার বছর পুরোনো বীজ থেকে হলো ১০ ফুট লম্বা গাছ। এর আগে বীজটি একটি গুহা থেকে আবিষ্কৃত হয় ১৯৮০ দশকে। আবিষ্কৃত হওয়ার আরও কয়েক দশক পর বীজটি রোপন করা হয়। রোপন করার পাঁচ সপ্তাহ পর সেখান থেকে অঙ্কুর বেরিয়ে আসে। পরে গবেষণা করে দেখা যায়, বীজটি ১০০০ বছরের পুরোনো।
জেরুজালেমের লুই এল. বোরিক ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ড. সারা স্যালনের নেতৃত্বে রোপন করা হয় বীজটি। গবেষকদের বিস্মিত করে পাঁচ সপ্তাহ পরে ওই বীজ থেকে ছোট্ট একটি অঙ্কুর বেরিয়ে আসে। এখন এখন এর উচ্চতা ১০ ফুট বা ৩ মিটার যদিও এখন পর্যন্ত কোন ফুল বা ফল দেয় নি গাছটি। এই গাছের নাম রাখা হয়েছে সেবা।
ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করে গবেষকরা সেই রহস্যময় গাছকে কমিফোরা বর্গের অংশ হেসেব শনাক্ত করা হয়েছে। তবে এর সঠিক প্রজাতি এখনো অজানা এবং সম্ভবত বিলুপ্ত বলে ধারণা করা হচ্ছে। গবেষক দলটি বিশ্বাস করেন, গাছটি বাইবেলে উল্লেখিত একটি ঔষধি উদ্ভিদের সঙ্গে যোগসূত্র থাকতে পারে।