স্যুপ খেতে রীতিমতো রাস্তায় যানজট বাধিয়ে ফেলেছে শিক্ষার্থীরা। সম্প্রতি এমন ঘটনা ঘটে চীনের হেনান প্রদেশে। ১ লাখ শিক্ষার্থী রাতের বেলায় সাইকেলে চেপে ৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়। গুআন তাং বাও নামক বড় আকারে স্যুপ ডাম্পলিং খাওয়ার জন্যই এতো আয়োজন।
শুক্রবার রাতে ঝেংঝু শহর থেকে ভাড়া করা বাইসাইকেলে যাত্রা শুরু করে ১ লাখ মানুষ কাইফেংয়ে পৌঁছাতে শুরু করে। এর আগে এই ডাম্পিং খাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়ে। ডাক দেওয়া হয় ডাম্পলিং সহযোগে `ব্রেকফাস্ট অভিযান`।
সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়ায় স্রোতের মতো মানুষ আসতে থাকায় কাইফেংয়ের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। যার ফলে আশেপাশের রেস্টুরেন্ট ও পাবলিক স্পেসগুলোতে উপচে পড়ে মানুষ। তখন পুলিশ লাউডস্পিকারে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাওয়ার জানাচ্ছিল।
সেসময় অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছয় লেনের ঝেংকাই অ্যাভিনিউ এবং ঝেংঝু ও ছোট্ট শহর কাইফেংয়ের মধ্যবর্তী এক্সপ্রেসওয়েতে চলছে হাজার হাজার সাইকেলচালক।
জুন মাসে ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর সাইকেলে চেপে কাইফেং স্যুপ খেতে যাওয়ার মাধ্যমে শুরু হয় এই ট্রেন্ড। তাদের এই ভ্রমণের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে এবং দিন দিন কাইফেংয়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায়ই কাইফেংয়ে আসা শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছে। শুক্রবার তা ১০ গুণ বেড়ে প্রায় এক থেকে দুই লাখে দাঁড়ায়। যার ফলে অচল হয়ে পড়ে সড়ক।
শুরুতে কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানালেও পরে তা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। তবে অনেক শিক্ষার্থী অনলাইনে এই বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেও এই ভ্রমণকে সমর্থন জানায়।