• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোরবানির হাটে টাকা লেনদেন হবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০১:১৬ পিএম
কোরবানির হাটে টাকা লেনদেন হবে যেভাবে

কোরবানির হাটে পশু কেনা-বেচায় ব্যাপক লেনদেন হয়। গরু ব্যবসায়ী ও ক্রেতারা লাখ লাখ টাকা আদান-প্রদান করেন। এই সুযোগে অসাধু চক্র জাল টাকা ছড়িয়ে দেয়। আবার পকেট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ক্রেতাদের মধ্যে কোরবানি পশু কেনার আনন্দ থাকে। তবে লেনদেন নিয়েও থাকে শঙ্কা। ঝামেলা ছাড়া পছন্দের পশু কিনে বাড়ি ফিরতে পারলেই যেন মিলে স্বস্তি।

পশুর হাটে টাকা লেনদেন নিয়ে বিপাকে যেন পড়তে না হয় তাই সতর্ক থাকতে হবে আগেই। কীভাবে কোরবানির পশুর কেনা-বেচার টাকা লেনদেন করবেন এবং সতর্ক থাকবেন তা জানুন এই আয়োজনে।

  • এবারই প্রথম কোরবানির হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রাখা হয়েছে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পশু কেনাবেচা করা যাবে। বিক্রেতারা ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পশু বিক্রির টাকা নিতে পারবেন। পশু বিক্রির টাকা গ্রহণ করতে বিক্রেতাদের হাতে থাকছে  পয়েন্ট অব সেলস (পিওএস) যন্ত্র। এর মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে বিক্রয়মূল্য পরিশোধ করা যাবে। এই টাকা উত্তোলনে ব্যাপারীদের কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। 
  • রাজধানীর বিভিন্ন পশুর হাটে ডিজিটাল লেনদেন বুথ বসানো থাকবে। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ বুথগুলো পরিচালনা করবে। যার মাধ্যমে সহজেই টাকা লেনদেন করবেন ক্রেতা-বিক্রেতা। টাকা গ্রহণের জন্য বড় ব্যবসায়ীদের পিওএস মেশিন দেওয়া হয়েছে।
  • আন্তর্জাতিক লেনদেন নেটওয়ার্ক মাস্টারকার্ড ও ভিসা কার্ডের মাধ্যমেও টাকা লেনদেন করা যাবে। এর মাধ্যমে ক্রেতারা বিক্রেতাকে পশুর দাম পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ইজারাদারদের হাসিলের অর্থ পরিশোধ করা যাবে।
  • যারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত নন কিংবা সুবিধা পাচ্ছেন না, তারা টাকা বহনের বিষয়ে সতর্ক থাকবেন। যেদিন পশু কিনবেন সেদিনই টাকা সঙ্গে নেবেন। 
  • কোরবানির হাটে একা হাটে না গিয়ে কয়েকজন মিলে যাবেন। এতে সুরক্ষা পাওয়া যাবে।
  • যেসব হাটে ডিজিটাল লেনদেনের সুবিধা থাকছে না সেখানে জাল টাকা শনাক্তে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া থাকবে। টাকা গ্রহণের আগে সেখানে যাচাই করে নিতে পারেন।
  • সুযোগ থাকলে গরু ব্যবসায়ীকে পুরো টাকা পরিশোধ করতে বাড়িতেও সঙ্গে নিয়ে আসতে পারেন। গরু বাড়ি পৌছে দেবে আর টাকার বাকি অংশ পরিশোধ করে দেবেন।
  • লেনদেনের টাকা পকেটে না রেখে কোমরে বেঁধে নিতে পারেন। কিংবা শরীরের সঙ্গে সুরক্ষিত থাকবে এমন কোনও অংশে বেঁধে নিতে পারেন। এতে অবহেলা বা অসতর্কতায় টাকা হারানোর শঙ্কা কমবে।
Link copied!