• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

৭ মিনিটের ধনী ব্যক্তি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০১:৩৩ পিএম
৭ মিনিটের ধনী ব্যক্তি!

কোটিপতি হওয়ার স্বপ্ন সবাই দেখেন। একদিন অনেক টাকার মালিক হবেন, পৃথিবীর ধনী ব্যক্তিদের মতো জীবনযাপন করবেন, কোনো কিছু অভাব থাকবে না জীবনে এমন স্বপ্ন কার না থাকে। তবে স্বপ্ন তো স্বপ্নই! কজনই এই স্বপ্ন সফল করতে পারে। অনেকে আবার চেষ্টা করে স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান। ধনী ব্যক্তিদের একজন হওয়ার স্বপ্নও পূরণ হয়। যেমনটা পূরণ হয়েছিল যুক্তরাজ্যের ম্যাক্স ফসের। মাত্র ৭ মিনিটের জন্য হলেও তিনি ধনী হওয়ার স্বাদ পেয়েছেন। তার দাবি, ওই ৭ মিনিটে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন।

গল্পের কাহিনি নয়, বাস্তবে পূরণ হয়েছে ম্যাক্স ফসের ধনী হওয়ার স্বপ্ন। যুক্তরাজ্যের এই বাসিন্দা ৭ মিনিটের জন্য ধনী হোন এবং এরপরই নিজের পদসহ মালিকাধীন সবকিছুই ছেড়ে দেন। কীভাবে হয়েছিল এই স্বপ্ন পূরণ?

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ম্যাক্স ফস একজন ইউটিউবার। নিজের ইউটিউব চ্যানেলেই বিশ্বের সর্বোচ্চ  ধনী ব্যক্তি হওয়ার গল্প তিনি শেয়ার করেছেন।

৭ মিনিটের জন্য ধনী হওয়ার পুরো কাহিনি তুলে ধরে ম্যাক্স জানান, ফর্ম পূরণ করে প্রথমে সহজেই একটি কোম্পানি তৈরি করেন। কোম্পানির নাম দেন আনলিমিটেড মানি লিমিটেড। সেই কোম্পানিতে ফ্যারিনাসিয়াস তৈরি করেন ম্যাক্স। যদিও ফ্যারিনাসিয়াস শব্দের অর্থও তার জানা নেই। শুধু নামটি সামনে পেতেই ফর্মে যুক্ত করে দিয়েছেন।

এরপরই শুরু হয় মূল পর্ব। কোম্পানির নামে শেয়ারের ঘোষণা করেন ম্যাক্স। প্রথমে এক হাজার কোটি শেয়ারের ঘোষণা দেন। সেই শেয়ারের কোম্পানি হিসেবে নাম নথিভুক্ত করে প্রতিটি শেয়ার ৫০ পাউন্ডে ছাড়েন। সেই হিসাবে তার কোম্পানির দাম হয় ৫০ হাজার কোটি পাউন্ডে। ব্যাস, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে যান। শুরু করেন ব্যবসা।

ম্যাক্স বলেন, ‘প্রথমে লন্ডনের রাস্তায় টেবিল চেয়ার নিয়ে বসে পড়ি। সেখানেই অস্থায়ী ছোট্ট দোকান সাজাই। এরপর সাধারণ মানুষদের শেয়ার কেনায় অনুপ্রাণিত করি। এক নারী সর্বপ্রথম একটি শেয়ার কিনেন। যার মূল্য ছিল ৫০ পাউন্ড। এরপর অনেকেই রাজি হোন এবং নির্ধারতি মূল্যেই শেয়ার কিনে নেন।‘

কোম্পানির শেয়ার বিক্রি করে বেশ চলছিল ম্যাক্সের। তবে বিষয়টি বেশি সময় চালাতে পারেননি। যুক্তরাজ্য  সরকারের নজরে পড়ে যান তিনি। শুরু হয় জটিলতা। সরকার নির্দেশ অনুযায়ী, ম্যাক্স নিজের কোম্পানির সম্পর্কে যে দাবি করেছেন তার স্বপক্ষে যথাযথ বিনিয়োগ ও মূলধন দেখাতে হবে। যদি তা না পারেন তবে শেয়ার বিক্রি করা  বন্ধ করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এমন নির্দেশনাতেই কোম্পানি বন্ধ করে দিন ম্যাক্স। তবে ম্যাক্সের দাবি, মাত্র ৭ মিনিটে তিনি কোম্পানির প্রথম শেয়ার বিক্রি করেছেন। তাই সেই সময়টুকুতেই তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

নিজের দাবির পেছনে যুক্তিতে ম্যাক্স আরও জানান, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি আসে। যেখানে লেখা ছিল, ‘ম্যাক্স আপনার আনলিমিটেড মানি লিমিটেডের মার্কেট ক্যাপ ৫০০ বিলিয়ন পাউন্ড হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তবে রাজস্ব ক্রিয়াকলাপের অভাবে কাজটি প্রতারণামূলক বলে অভিযুক্ত হয়েছে।‘

ব্যাস, নিজের কোম্পানির মার্কেট ক্যাপ ৫০০ বিলিয়ন পাউন্ড মূল্যায়নেই বেজায় খুশি ম্যাক্স। তাই ৭ মিনিটের জন্য় ধনী হতে পেরেও ম্যাক্স নিজের স্বপ্ন পূরণ করতে পরেছেন বলে ইউটিউব ফলোয়ারের জানান।

Link copied!