• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭৪ বছর বয়সী ইভান্সের ঝুলিতে ৯৮টি বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ১২:৩৬ পিএম
৭৪ বছর বয়সী ইভান্সের ঝুলিতে  ৯৮টি বিশ্বরেকর্ড

বিস্ময়কর কাজের স্বীকৃতিস্বরূপ গিনেস বুকে নাম উঠে। বিশ্বজুড়ে অনেকেই নিজেদের কৃতিত্ব দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। কেউ কেউ একাধিকবারও এই অর্জন পেয়েছেন। কিন্তু এক ব্যক্তির ঝুলিতে যদি ৯৮টি বিশ্বরেকর্ড থাকে তখনই তা খবরের লাইমলাইটে চলে আসে।

ব্রিটিশ নাগরিক জন ইভান্স তেমনই একজন। ৭৪ বছরে তিনি নিজের ঝুলিতে ৯৮টি রেকর্ড ছিনিয়ে নিয়েছেন। প্রতিবারই তিনি মাথায় বিভিন্ন ভারী বস্তুর ভারসাম্য রেখে বিশ্বরেকর্ড গড়েছেন। এবার লড়বেন ৯৯ তম রেকর্ডের জন্য। বিশাল এক গাড়ি মাথায় তুলে রাখতে পারলেই এই রেকর্ডও তার ঝুলিতে পড়বে বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, গাড়ি কিংবা ভারী চিমনি মাথায় বহন করে সহজেই ভারসাম্য রাখতে পারেন তিনি। এমনকি দিব্যি হাঁটতেও পারেন।

জন ইভান্স জানান, ১৮ বছর বয়সে নির্মাণাধীন একটি সাইটে কাজ করেন। ওই সময় ইট মাথায় করে মই বেয়ে উপরে উঠতেন। একসঙ্গে ২৪টি ইট মাথায় নিয়ে তিনি মই বেয়ে উপরে উঠতে পারতেন। বিষয়টি বেশ উপভোগ করেন। এক সময় হাত ছেড়ে দিয়ে ইট মাথায় নিয়ে হাঁটতে শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন ভারী জিনিস বহনের চেষ্টা করেন। এরপর একটি গাড়িও তুলতে সক্ষম হোন। সেই থেকে শুরু হয় তার বিশ্বরেকর্ড গড়া।

বয়সের ভারে ইভান্সের শরীরে নানা রোগও বাসা বেঁধেছে। ডায়াবেটিস, হাঁপানি এক চোখে দেখতে না পাওয়া এবং গলায় সমস্যা এমন সব সমস্যা নিয়েই ভারী জিনিস মাথায় তুলেছেন। নতুন রেকর্ডের জন্য় আবার মাঠেও নেমেছেন তিনি। শততম রেকর্ড করেই নিজের স্বপ্ন পূরণ করতে চান বলে জানান ইভান্স।

এছাড়াও অসহায়দের জন্য একটি দাতব্য সংস্থাও খুলেছেন ইভান্স। বিশ্বরেকর্ড থেকে পাওয়া ৩ লাখ ৩১ হাজার ডলারের বেশি অর্থ তিনি এই সংস্থার উন্নয়নে খরচ করেছেন। বিশ্বরেকর্ডের উপর রেকর্ড করা ইভান্স আর ২টি রেকর্ড ঝুলিতে নিয়েই নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।

Link copied!