• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫ মাস বয়সেই ব্যায়াম!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৯:৪৯ এএম
৫ মাস বয়সেই ব্যায়াম!

ব্যায়াম স্বাস্থ্যের জন্য় উপকারী। কিন্তু তাই বলে, বয়স যখন মাত্র পাঁ মাস, তখনই ব্যায়াম শুরু, এটা কীভাবে সম্ভব! মায়ের অনুকরণে এই অসম্ভবই সম্ভব করেছে এক শিশু।

শিশুরা অনুকরণপ্রিয়। বড়দের অনুকরণ করেই তারা শিখবে। যেমনটা শিখেছে মিশেলের ছোট্ট শিশুটিও। মাকে ব্যায়াম করতে দেখে পাঁচ মাস বয়সেই সে ব্যায়াম করছে উবু হয়ে। সেই মুহূর্তটির  ভিডিও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। এরপরই নেটিজনদের চোখ আটকে যায় সেই ভিডিওতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ভিডিওটি প্রকাশ করেছে। প্রতিবেদনে জানায়, মিশেল পেশায় একজন ব্যায়াম প্রশিক্ষক। তিনি নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি আপ করেছে গত ১৯ মে। যেখানে দেখা যায়, ঘরের মেঝেতে উবু হয়ে ব্যায়াম করছেন মিশেল। পাশেই তার শিশুছেলেটি। শিশুটি প্রথমে কিছুক্ষণ মাকে ব্যায়াম করতে দেখে। এরপর হঠাৎ সে-ও ব্যায়াম করতে শুরু করে। মা যেভাবে মেঝেতে হাত-পা ঠেকিয়ে প্ল্যাঙ্ক করছিলেন, শিশুটিও তেমনভাবেই ব্যায়াম করছে।

ভিডিও ক্যাপশনে মিশেল লিখেছেন, ‘আমার পাঁচ মাস বয়সী শিশু নতুন জিনিস শিখছে। মায়ের মতো শক্তিশালী ছেলে। আমি সত্যি ছেলেকে নিয়ে গর্বিত।’

সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশে পর মুহূর্তেই প্রশংসা কুড়াতে থাকে ভিডিওটি। তিন কোটির বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেই ভিডিওটি দেখেছেন। সেখানে লাইক পড়েছে ৩০ লাখের বেশি। 

ছোট্ট শিশুর ব্যায়াম দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। কমেন্টে লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য!’ কেউ লিখেছেন, ‘ওর দিকে তাকান! ভিডিওটি আমার হৃদয় ছুঁয়েছে।’ আবার লিখছেন, ‘এত ক্ষুুদে ব্যায়ামবিদ। এটা অবিশ্বাস্য!’

Link copied!