শীতে ত্বকে আদ্রতা ধরে রাখতে মশ্চারাইজড করতে হয়। প্রতিদিন দুই বেলা মশ্চারাইজ করলে ত্বক থেকে শুষ্ক ভাব চলে যায়। ত্বক টান টান হয়। ত্বক মশ্চারাইজ করতে গ্লিসারিন সেরা। তাই শীত এলেই গ্লিসারিনের ব্যবহার বেড়ে যায়।
গ্লিসারিন ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্লিসারিন পাওয়া যায়। তবে সেসব গ্লিসারিন ততটাও ভালো নয়। মানে দ্রুত কাজ করে না। পানির ভাগই বেশি থাকে। তাই কিছুক্ষণ পরই ত্বক আবারো শুষ্ক হয়ে যায়। বাজারের গ্লিসারিন ব্যবহার না করে বাড়িতেই বানিয়ে নিন। তাও আবার মাত্র ১৫ মিনিটেই।
হ্যাঁ সত্যিই, মাত্র ১৫ মিনিটেই বাড়িয়ে গ্লিসারিন তৈরি করা যাবে। সহজ কিছু উপায়ে গ্লিসারিন তৈরি করুন। যা মানসম্মত ও কার্যকর হবে। কীভাবে ১৫ মিনিটে গ্লিসারিন তৈরি করা যাবে তা জানাব আজকের আয়োজনে_
প্রথমে চুলায় হালকা আঁচে একটি পাত্র বসিয়ে নিন। সেই পাত্রে নারকেল তেল ও অলিভ অয়েল সমান পরিমাণে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন মিশ্রণটি। এবার তেলের মিশ্রণে এক চা চামচ লাই বা মেটাল হাইড্রক্সাইড এবং এক কাপ পানি মেশান। ১৫ মিনিট মিশ্রণটি ফুটতে দিন। নাড়তেই থাকুন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
মিশ্রণটি ফুটতে এলে কিছুক্ষণ পরে একেবারে স্বচ্ছ হয়ে যাবে। এবার মিশ্রণটি এক চা চামচ লবণ মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ নেড়ে চুলা নিভিয়ে দিন।
এবার মিশ্রণটি খোলা স্থানে ঠান্ডা হতে দিন। উপরে জমে থাকা অংশটুকু সরিয়ে ফেলুন। নিচে যে তরলটুকু জমবে তাই হলো গ্লিসারিন।
গ্লিসারিনটি সংরক্ষণের জন্য় একটি কাঁচের বোতল নিন। ছোট কাঁচের বোতলে ঢেলে মুখ বন্ধ করে রাখুন। এটি বানানোর তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। গ্লিসারিনের বোতলটি অবশ্যই রেফ্রিজারেটরে রাখুন।