দৈনন্দিন জীবনে সব সময়ে শাড়ি পরা না হলেও অনুষ্ঠানে বা বিশেষ আয়োজন বাঙালি মেয়েরা শাড়ি পরতেই বেশি পছন্দ করে। শাড়ি পরলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে, তেমনি শাড়িতে আছে আধুনিকতার ছোঁয়াও। নারীরা তাদের পছন্দসই শাড়ি নির্বাচন করে থাকেন নিজেদের জন্য। কারণ, বঙ্গদেশে আছে শাড়ির নানা রকমফের।
মেয়েদের পছন্দের শীর্ষে আছে তাঁত, ঢাকাই, বালুচরি, গরদ, তসর, কাঁথা, লিনেন, হাতে বোনা শাড়িসহ নানা শাড়ি। শাড়ি পরলেই শাড়ির যত্নে আমরা বিশেষ গুরুত্ব দিই না। শাড়ির নানান ধরনের জন্যই এর যত্নের বিষয়টিও কিন্তু ভিন্ন ভিন্ন।অর্থাৎ যেভাবে আপনি তাঁতের শাড়ির যত্ন নেবেন, সেভাবে কখনোই আপনার জামদানি শাড়িটির যত্ন নিতে পারেন না।
সব সময় অফিসে ব্যবহারের জন্য লিনেন শাড়ি নারীদের কাছে বেশ জনপ্রিয়। লিনেন শাড়ির একটা বৈশিষ্ট্য হলো, এই শাড়ি বেশ শক্তপোক্ত এবং এর ন্যাচরাল ফেব্রিক শাড়িকে অনেক বছর ধরে ঠিক রাখে। লিনেন শাড়ি পরাটাও বেশ আরামদায়ক তাই। তবে সুন্দর লিনেন শাড়ি ঠিকমতো না ব্যবহার করলে টর্ন হয়ে যায় খুব তাড়াতাড়ি। শাড়ি পরা এবং শাড়ির যত্ন রাখাটা তাই খুব ইম্পর্ট্যান্ট। ঠিকভাবে ধোয়াটাও জরুরি এ ক্ষেত্রে।
চলুন জেনে নেওয়া যাক যেভাবে যত্ন নেবেন লিনেন শাড়ির
কেনার আগে ম্যানুফ্যাকচারিং ডিটেলস লক্ষ করুন
কটন, খাদি কিংবা সিল্কের চেয়ে লিনেন শাড়ি একটু আলাদা। এর মধ্যে ফেব্রিকের ইউনিক লুক এবং ফিল আপনাকে সব সময় অন্য চমক এনে দেয়। এখানে লিনেনের সঙ্গে ব্লেন্ড করে আরো বেশ কিছু ব্র্যান্ড এবং ডিজাইনও পাওয়া যায়। তাই আপনি যখন লিনেন শাড়ি কিনতে যাবেন, অবশ্যই খেয়াল রাখবেন এটির ব্যবহার এবং ধোয়ার ব্যাপারটাও। ম্যানুফ্যাকচারিং ডিটেলস লক্ষ রাখবেন সব সময়।
মাইল্ড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন
লিনেন শাড়ি ধোয়ার সময় অবশ্যই আলাদা মাইল্ড ডিটারজেন্ট দিয়েই ধোবেন। সাধারণ পানি ব্যবহার করবেন ধোয়ার সময়। ডিটারজেন্ট দিয়ে ধোয়ার আগে ১০-১৫ মিনিট রক সল্ট দিয়ে ভিজিয়ে রাখবেন (যদি শাড়িটি উজ্জ্বল রঙের হয়)। এতে আপনার শাড়ির রং ফিকে হয়ে যাবে না।
লিনেন শাড়ি কখনো টুইস্ট করবেন না
ভেজা অবস্থায় শাড়ি কখনোই স্কুইজ বা টুইস্ট করবেন না। ভেজা অবস্থায় লিনেনের ফাইবার স্ট্রেচ করলে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লিনেন শাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই চেষ্টা করবেন অল্প আলোর মধ্যে সাধারণ আবহাওয়ায় শোকাতে। এতে ফেব্রিক ভালো থাকবে।
লিনেন শাড়িতে স্টার্চ জাতীয় রাসায়নিক দেবেন না
লিনেন শাড়ি ইস্তিরি করার সময় একটু ভালোভাবে লক্ষ রাখবেন। আর কখনোই লিনেন শাড়িতে স্টার্চ জাতীয় জিনিস দেবেন না। এতে লিনেন শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। শাড়ির ফেব্রিক নষ্ট হয়ে গেলে ন্যাচারাল সফটনেস চলে যেতে পারে।
লিনেন শাড়ি বেশি ভাঁজ করবেন না
লিনেন শাড়ির টেকসই নির্ভর করে এর স্ট্রেচেবলিটির ওপর। তাই লিনেন শাড়িকে ফোল্ড করবেন না কখনোই। ভাঁজে ভাঁজ পরতে পরতে শাড়িতে পার্মানেন্ট ড্যামেজ এসে যায় এবং শাড়ির ফেব্রিক ক্ষয়ে যেতে থাকে। তাই লিনেন শাড়ি হালকা ভাঁজ করে আলমারিতে রাখুন।
শাড়ি সংরক্ষণে উপযুক্ত জায়গা নির্বাচন করুন
শাড়ি এমন জায়গায় রাখুন, যেখানে ড্যামভাব না থাকে। আবার সরাসরি সূর্যের আলো না পৌঁছায়। সূর্যের ইউভি রশ্মি শাড়ির ক্ষতি করে। শাড়ির মধ্যে থাকা ময়শ্চার ২০ শতাংশ শুষে নিতে পারে সূর্যরশ্মি। তাই শাড়ি রাখার জন্য উপযুক্ত জায়গা বেছে নিন।