• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

লাল কেন ভালোবাসার রং?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১২:৩০ পিএম
লাল কেন ভালোবাসার রং?

প্রেমে পড়লে নাকি চারপাশ রঙিন মনে হয়। অট্টহাসি দিয়ে অনেকেই বলে, প্রেমিক-প্রেমিকার চোখে থাকে রঙিন চশমা। তাহলে সেই অনুযায়ী ভালোবাসার রঙ তো বাহারি রঙের মিশ্রণ হতে পারে। তবে কেন শুধু লালকেই বেছে নেওয়া হলো ভালোবাসা রঙ হিসাবে?

আপনার কৌতুহলী মন কি কখনও জানতে চেয়েছে, কেন লাল হলো ভালোবাসার রং? এর রহস্য জানতে ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে।

মধ্যযুগে রোমান চার্চের ধর্মযাজকরা লাল রঙকে ত্যাগের প্রতীক মনে করতেন। যিশু খ্রিস্ট ও অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা লাল পোশাক পরতেন। শুধু তাই নয়, ওই যুগে যুদ্ধের বার্তা বা বিপদের প্রতীক হিসেবেও লাল রঙকে ব্যবহার করা হতো। তাই ওই সময় ভালোবাসার আদান-প্রদানে লাল রঙ ব্যবহার তো কল্পনাতীত ছিল।

কিন্তু, একটি কবিতায় বদলে যায় সেই চিত্র। কবিতার ভাষায় লাল গোপালের কথা উঠে আসে। এক গ্রিক কবি তার কবিতায় লালকে ভালোবাসার রং হিসেবে তুলে ধরেন। সেই কবিতায় এক  ব্যক্তি লাল গোলাপের সন্ধানে গিয়ে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পান। আর সেই লাল গোলাপ দিয়েই ভালোবাসার প্রকাশ করেন। সেই থেকেই লাল হয়ে উঠে ভালোবাসার রং।

কালের পরিক্রমায় সেই লাল রং আর পাল্টে যায়নি। প্রেমিক-প্রেমিকারা এখনও তাদের ভালোবাসার প্রকাশ হয় লাল রঙেই। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শপিং মল, থিয়েটার এবং রেস্তোরাঁরও সাজবে লাল রঙে। ফুল হোক আর বেলুন, প্রিয়জনের উপহারেও থাকে লালের ছোঁয়া।

Link copied!