বাহিরের ধুলা থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার অপরিহার্য। করোনার সময়ে মাস্কের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। মাস্ক ছাড়া বাইরে যাওয়া অত্যন্ত ঝুকিপূর্ণ। সরকার সুস্বাস্থ্যের জন্য মহামারিতে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করেছেন। পরিবারের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরাও নিয়মিত মাস্ক পরিধান করছি।
চশমা পরে যারা মাস্ক ব্যবহার করছেন তাদের কিছুটা বিপাকে পরতে হচ্ছে। মাস্ক পরায় নিঃশ্বাস চশমার গায়ে লেগে যাচ্ছে। এতে গ্লাস ঘোলা হচ্ছে। মুহূর্তেই চারপাশ ধোঁয়াশা হয়ে যাচ্ছে। চশমা যেমন জরুরি, মাস্কও ততোধিক জরুরি। কাজেই দুটো জিনিসই একসঙ্গে পরতে হবে।
কীভাবে মাস্ক পরিধান করেও চমশার কাঁচকে স্বচ্ছ রাখা যায় তা জানাব এই আয়োজনে।
• মাস্ক পরার আগে চশমার কাঁচকে সাবান পানি দিয়ে ধুয়ে নিন। এরপর বাতাসে শুকিয়ে নিন। এতে চশমার কাঁচে একটি পাতলা আবরণ পড়ে। যা চশমাকে ঘোলাটে হতে দেয় না।
• শেভিং ক্রিম ব্যবহার করুন। চশমার কাঁচে শেভিং ক্রিম লাগিয়ে শুকনো কাপড় দিয়ে আলতো করে ঘষে মুছে ফেলুন। এতে চশমার কাঁচ স্বচ্ছ থাকবে।
• বেশিরভাগ শ্যাম্পুতেও সারফেক্ট্যান্ট উপাদান থাকে। মাস্ক পরার আগে চশমার কাঁচকে বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন।
• ঘোলাটে চশমা পরিষ্কারের আরেকটি সহজ উপাদান হলো টুথপেস্ট। সামান্য পেস্ট চশমার কাঁচে লাগিয়ে টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। চশমা পরিষ্কার এবং চকচকে হয়ে উঠবে।
• অ্যান্টি-ফগ ক্লিনার ব্যবহার করতে পারেন। চশমার দোকানে এই ক্লিনার পাওয়া যায়। এটির ব্যবহারে চশমা ১-৩ দিন পর্যন্ত ঘোলাটে হবে না।