• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভ্যাসলিনের যত ব্যবহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:৩৯ পিএম
ভ্যাসলিনের যত ব্যবহার

শীতে ত্বকের যত্নে অত্যন্ত উপকারী ভ্যাসলিন। আমরা জানি, ভ্যাসলিন ময়েশ্চারাইজারের ঘাটতি পূরণ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভ্যাসলিন ত্বককে নরম ও মসৃণ করে। তবে কেবল ত্বকের যত্নে নয়, ভ্যাসলিনের আছে নানাবিধ ব্যবহার। এই প্রসাধনিটি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে দারুণভাবে কাজে লাগে।

চলুন জেনে নেয়া যাক ১৪০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত এই প্রসাধনিটি প্রতিদিন আমাদের কোন কোন কাজে লাগতে পারে, সে সম্পর্কে-

  • নেইলপলিশের বোতলের মুখ খুলতে পারছেন না? মনে করে সবসময় নেইলপলিশের বোতলের মুখে ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। এতে মুখ আর টাইট হবে না, সহজেই খুলতে পারবেন।
  • লিপস্টিক লাগানোর পর অনেকসময় তা দাঁতে লেগে যায়। সামান্য ভ্যাসলিন আঙুলে নিয়ে দাঁতে ভালো করে ঘষে নিন। এতে আর লিপস্টিক দাতে লিপস্টিক লাগবে না।
  • চোখের আইল্যাশে রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। দেখবেন, ধীরে ধীরে আইল্যাশ ঘন এবং কালো হবে।
  • মেকআপ রিমুভার হিসেবে ভ্যাসলিন খুবই ভালো। পুরো মুখে ভ্যাসলিন মেখে তুলা দিয়ে ঘষে মেকআপ তুলে ফেলুন। ভ্যাসলিন ব্যবহারে মুখ ধোয়ার পরও ত্বক শুষ্ক হবে না। বরং সকালে ঘুম থেকে উঠলে আপনার ত্বক বেশ সতেজ হয়ে যাবে।
  • রাতে ভ্যাসলিন দিয়ে জুতা ব্রাশ করে রাখুন। সকালে উঠে দেখবেন জুতা নতুনের মতো চকচক করছে। সারাদিন জুতার রঙ একই রকম থাকবে।
  • শেভ করার পর সামান্য ভ্যাসলিন দিয়ে মুখে ম্যাসাজ করে নিন। এতে ত্বক নরম এবং খসখসে ভাব দূর হবে এবং মসৃণ থাকবে।
  • গোসলের সময় সি সল্টের সঙ্গে ভ্যাসলিন মিশিয়ে শরীরে মাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে। যা শরীরকে নরম এবং মসৃণ করতে সাহায্য করে।
  • অনেক সময় কানের দুল পরার সময় ব্যথা লাগে এবং সহজে দুল পরা যায় না। তখন সামান্য ভ্যাসলিন নিয়ে দুই কানে দিয়ে হালকা ম্যাসাজ করুন। দেখবেন কান নরম হয়ে গেছে এবং সহজেই দুল পরতে পারবেন।
  • আইব্রো থ্রেডিংয়ের আগে ভ্যাসলিন দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। এতে থ্রেডিংয়ের সময় ব্যথা কম লাগবে এবং জ্বালাপোড়া হবে না।
  • চোখের আইল্যাশ উঠানো একটা ঝামেলার কাজ। অথচ সামান্য ভ্যাসলিন আপনার এই সমস্যার সমাধান খুব সহজেই করবে। আইল্যাশের ওপর সামান্য ভ্যাসলিন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর হালকা হাতে টান দিন, আইল্যাশ উঠে আসবে। 
  • পারফিউমের সুগন্ধ দীর্ঘস্হায়ী কেরতে পারফিউম দেওয়ার আগে সামান্য ভ্যাসলিন গায়ে লাগিয়ে তার উপর পারফিউম স্প্রে করুন। ভ্যাসলিনের ব্যবহার এ সুগন্ধকে অনেকক্ষন ধরে রাখবে।
  • কাপড় থেকে লিপস্টিকের দাগ ওঠাতে একটা ছোট পরিস্কার কাপড়ে ভ্যাসলিন নিয়ে দাগের উপর ঘসলে দাগ উঠে যাবে।  
  • চোখের মেকআপ উঠাতে একটা কটন বাড বা সুতি কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে চোখের উপরে আলতো করে মু্ছলে মেকআপ খুব সহজেই উঠে যাবে।  
  • চামড়ার জুতো পরিস্কার করতে পাতলা কাপড়ে ভ্যাসলিন লাগিয়ে ভালো করে চামড়ার জুতো মুছে নিন। দেখবেন চকচকে হয়ে গেছে আপনার জুতা।
  • টেবিলে খাবারের দাগ উঠাতে দাগে একটু ভ্যাসলিন লাগিয়ে কাপড় দিয়ে মুছে  নিন, দাগ চলে যাবে।
  • চামড়ার হাতব্যাগ সুরক্ষায় চামড়ার ব্যাগের গায়ে হালকা ভ্যাসলিন লাগিয়ে রাখলে ব্যাগের ফেটে যাওয়া রোধ হয় অনেকাংশে।
  • হাতের আংটি খুলতে সাহায্য করে ভ্যাসলিন। একটু ভ্যাসলিন হাতের আঙ্গুলে মেখে নিন, সহজেই আংটি খুলে যাবে।
Link copied!