• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বিয়ের লাল বেনারসি শাড়ির যত্ন নেবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৭:২৮ পিএম
বিয়ের লাল বেনারসি শাড়ির যত্ন নেবেন যেভাবে

লাল বেনারসি জড়িয়ে বিয়ের কনে সাজা প্রায় সব মেয়েরই স্বপ্ন থাকে। অন্য অনুষ্ঠানে যেকোনো রঙ হলেই চলে। কিন্তু বিয়ের দিন লাল বেনারসিই চাই। বাঙালির নারীর রূপও যেন লাল বেনারসিতে ষোলআনা ফুটে উঠে। বিয়ের পরও সেই বেনারসি শাড়ির  যত্নে কমতি হয় না। আলমারির সবচেয়ে ভালো জায়গা যত্ন করে রাখা হয় প্রিয় শাড়িটি।

দিনের পর দিন লাল বেনারসি শাড়িটি আলমারিতে রয়েছে। খুব যত্ন করে রেখেছেন। তবে দীর্ঘসময় শাড়িটি  আলমারিতে থাকার কারণে নষ্টও হয়ে যেতে পারে। বেনারসি শাড়ি অনেকদিন আলমারিতে পড়ে থাকলে ভাঁজে ভাঁজে কেটে যায়। তাই সাধের শাড়ির দিকে বাড়তি খেয়াল রাখতে হবে।

লাল বেনারসি শাড়ির যত্ন কীভাবে নেওয়া যাবে তা নিয়ে কিছু টিপস থাকছে আজকের আয়োজন_

  • বেনারসি শাড়ি দীর্ঘদিন একইভাবে আলমারিতে রাখবেন না। বছরে অন্তত দুইবার আলমারি থেকে বের করে নিন। শাড়ির ভাঁজ খুলে ঘরের খোলা বাতাসে কিছুক্ষণ রেখে দিন। এরপর অন্যভাবে ভাঁজ করে আবারও আলমারিতে তুলে রাখুন। শাড়ি অনেক বছর ভাল থাকবে।
  • আলমারিতে বেনারসি শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রেখেছেন? এতে শাড়ির সুতো কেটে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পলিব্যাগে করেও শাড়ি রাখবেন না। বরং বেনারসি শাড়ি রাখুন কোনও সুতির কাপড় দিয়ে মুড়িয়ে। এরপর আলমারিতে তুলে রাখুন। শাড়ি নষ্ট হবে না।
  • বেনারসি শাড়ি কখনোই কড়া রোদে ঝুলিয়ে দিবেন না। এই শাড়ি সিল্ক সুতো দিয়ে বোনা হয়। উজ্জ্বল রঙের হয়। কড়া রোদে দিলে কাপড় ও রং নষ্ট হয়ে যায়।
  • বেনারসি শাড়ি বাড়িতে ধুতে যাবেন না। এটা ড্রাই ওয়াশ করানোই ভালো। শাড়ির রং ও সুতো ঠিক রাখতে ভালো দোকান থেকে ড্রাই ওয়াশ করে নিন।
  • বেনারসি শাড়ি বাড়িতে ইস্ত্রি করতে যাবে না। ভালো লন্ড্রি দোকান থেকে ইস্ত্রি করিয়ে নিন। যদি খুব প্রয়োজন হয় তবে শাড়ির উপরে সুতি কোনো কাপড় দিয়ে এরপর ইস্ত্রি করবেন।
  • সাধের বেনারসি শাড়িতে দাগ লেগে গেলে পুরোটা ধুতে যাবেন না। যে অংশে দাগ লেগেছে সেখানে নেইলপলিশ রিমুভার দিয়ে আলতো করে মুছে নিন। পানি দিয়ে দাগের স্থানে ঘষতে যাবেন না।
Link copied!