• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বসেরা কৃষক এখন পিটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১২:০৭ পিএম
বিশ্বসেরা কৃষক এখন পিটার

বিশ্বে এখনও অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করছেন কৃষির ওপর নির্ভর করে। আবার তাদের মধ্যে অনেকেই আছেন যারা গতানুগতিক চাষে সীমাবদ্ধ না থেকে চাষ কাজে কিছুটা পরিবর্তন এনেছেন। পৃথিবীতে এমন কয়েকজন কৃষক আছেন যারা চাষ করছেন বিশ্বের সবচেয়ে বড় আকারের সবজি। আর যার কারণেই তাদের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার বিশ্বের সবচেয়ে বড় ফল ও সবজির চাষ করে রেকর্ডের তালিকায় রাখলেন এক ব্যক্তি।

আমরা বলছি যুক্তরাজ্যের বাসিন্দা পিটার গ্লাজব্রুকের কথা। যিনি চাষ করেছেন বিশ্বের বিশাল আকারের সব সবজি। যার তালিকায় রয়েছে মুলা, বেগুন, গাজর, আলু, পেঁয়াজ ও মটরশুঁটি। গত ১৪ নভেম্বর তার উৎপাদিত বিশ্বের সবচেয়ে বড় সবজিগুলোর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর এক মিনিটের ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “এই প্রো-মালিরা বিশ্বের সবচেয়ে বড় সবজি চাষে মগ্ন”। সেই ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে নেটজগতে। দেখেছেন লাখ লাখ মানুষ। নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন মন্তব্যের ঘরে।

পিটার হয়েছেন বিশ্বসেরা কৃষকের একজন। তার পরের অবস্থানে আছেন জো আথারটন। যিনি বিশ্বের সবচেয়ে বড় মটরশুঁটি চাষ করেছেন। সম্প্রতি ক্ষেত থেকে কিউরেটেড ভিডিওটি ব্যাখ্যা করা হয়েছে যে কীভাবে বিশ্বের সেরা কৃষকরা আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যালভার্নে অনুষ্ঠিত একটি চ্যাম্পিয়নশিপে বিশ্বের বৃহত্তম সবজির শিরোপা জয়ের জন্য প্রতিযোগিতা করে। তা আদৌ কোনো সৌন্দর্য প্রতিযোগিতা নয়। এটি এমন একটি জায়গা যেখানে আকার গুরুত্বপূর্ণ। তবে শুধু পুরস্কারের অর্থ নয়, তারা এখানে রেকর্ড ভাঙতে ও ইতিহাস গড়তে এসেছেন। এমনই এক শান্ত লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!