• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিলাসবহুল গাড়িতে সুইমিং পুল-হেলিপ্যাড!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০১:৪০ পিএম
বিলাসবহুল গাড়িতে সুইমিং পুল-হেলিপ্যাড!

যাতায়াতের মাধ্যমে হিসাবে গাড়ি সবারই নিত্যসঙ্গী। কারো কাছে গাড়ি হচ্ছে সৌখিনতা। গাড়িকে মনের মতো করে সাজিয়ে নেওয়াই তাদের শখ। প্রিয় ব্র্যান্ডের নতুন গাড়ি বের হলেই তা কেনার অপেক্ষায় থাকেন। গাড়ি নিয়ে তাদের শখ আর বিলাসিতার কোনো শেষ নেই। বিলাসিতার অংশ হিসাবেই গাড়িতে এবার সুইমিং পুলেরও ব্যবস্থা রাখা হয়েছে। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে বড় গাড়িতে সুইমিং পুলেরও সুবিধে রয়েছে আর ছাদে রয়েছে হেলিপ্যাড।

সম্প্রতি গিনের ওয়াল্ড রেকর্ডসের প্রতিবেদনে এই খবর জানায়। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বর্ণনা দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২৬-হুইল ড্রাইভ এই গাড়িটি ১০০ ফিট লম্বা। ভেতরে সব সুবিধের সঙ্গে রয়েছে সুইমিং পুল। আর গাড়ির ছাদে রয়েছে হেলিপ্যাড। গাড়িতে চাকা রয়েছে মোট ২৬টি। একসঙ্গে মোট ৭৫ জন এতে বসতে পারবেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সম্প্রতি নাম উঠিয়েছে দ্য আমেরিকান ড্রিমের এই গাড়িটি।

প্রতিবেদনে আরো জানা যায়, ২০২২ সালের ১ মার্চ নতুন রেকর্ডটি করে আমেরিকান ড্রিম। এর আগেও রেকর্ডটি আমেরিকান ড্রিমের দখলেই ছিল। যা করেছিল ১৯৮৬ সালে। সেই গাড়িটি তৈরি করেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জে ওহেরবার্গ। ওই সময় গাড়িটির দৈর্ঘ্য ছিল ৬০ ফিট। গাড়িটি নিউ জার্সির একটি গুদামে পড়ে ছিল। নিউইয়র্কের বাসিন্দা ও একটি জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং গাড়িটি পুনরুদ্ধার করেন। ভাঙা গাড়িকে নতুর রূপ দেন। পরে গাড়িটির দৈর্ঘ্য আরো বাড়িয়ে ১০০ ফুট করা হয়।

মাইকেল নতুন এই গাড়িটি বিক্রি করে দেন। নিউইয়র্কের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মাইকেল ডেজার গাড়িটি কিনে নেন। তিনি নতুনভাবে টায়ার, সুইমিং পুল ও হেলিপ্যাড সংযোজন করে গাড়িকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িতে রূপ দেন। বর্তমানে এটি উঠে এসেছে বিশ্বের দীর্ঘতম গাড়ির তালিকার শীর্ষে।

Link copied!