রূপচর্চায় ফেসিয়াল অনেক পরিচিত একটি শব্দ। কম-বেশি সবাই ত্বকের যত্নে মাসে একবার হলেও পার্লারে ছুটি ফেসিয়াল করানোর জন্য। অথবা বাড়িতেই আজকাল সেরে ফেলা হয় ফেসিয়ালের কাজ। ফেসিয়াল আর ম্যাসাজ করার পরেই ত্বক হয়ে যায় মসৃণ। কিন্তু এই মসৃণ ত্বক বেশি সময় ধরে রাখা যায় না। অল্প সময়ের মধ্যে ত্বকে ময়লা জমে যায়। তাই ফেসিয়াল করার পরেই নিতে হবে ত্বকের যত্ন।
চলুন জেনে নেয়া যাক ফেসিয়াল করার পর কীভাবে ত্বকের যত্ন নেবেন, সে সম্পর্কে—
ত্বকের যত্ন নিন
ফেসিয়াল করার ফলে যেহেতু ত্বকের ময়লা দূর হয় আর মালিশের কারণে রক্তসঞ্চালন সঠিকভাবে হয়, কাজেই মুখে একটা আলাদা ঔজ্জ্বল্য দেখা যায়। ফেসিয়ালে ব্যবহৃত মাস্ক ত্বককে মসৃণ করে তোলে। তাই এই তরতাজাভাব এবং জেল্লা বেশিদিন ধরে রাখার জন্য ত্বকের যত্নও সেভাবে নেওয়া উচিত, যাতে ফেসিয়ালের উপকারিতা অনেকদিন থাকে।
ময়শ্চারাইজার ব্যবহার করুন
ত্বকের আর্দ্রতা বজায় রাখাটা খুবই জরুরি তা না হলে ত্বক ভিতর থেকে শুষ্ক হয়ে যেতে পারে। এজন্য ময়শ্চারাইজার ব্যবহার করুন, আপনার ত্বক তেলতেলে হলেও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
পর্যপ্ত পানি পান করুন
সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে শরীরের টক্সিন বেরিয়ে যেতে পারে এবং ত্বকেও একটা আলাদা জেল্লা দেখা যায়।
ভিটামিন সি-যুক্ত বিউটি প্রোডাক্ট
ফেসিয়াল করার পর যেহেতু আমাদের ত্বকের লোমকূপগুলিও পরিষ্কার হয়ে যায় এবং খুলে যায়, সেখানে ময়লা জমার আশঙ্কা অনেক বেশি থাকে। ত্বক পরিষ্কার রাখতে এবং দূষণ থেকে ত্বককে রক্ষা করতে ভিটামিন সি-যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করুন। ভিটামিন সি শুধুমাত্র যে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে তা নয়, ত্বকের গভীরে গিয়ে ত্বকে পুষ্টি যোগায়।
স্ক্রাবিং করতে হবে নিয়ম মেনে
অনেকেই প্রতিদিন স্ক্রাব করেন, এটি ঠিক নয়। এতে ত্বকের ক্ষতি হয়। আর বিশেষ করে ফেসিয়াল করার পর দু’তিনদিনের মধ্যে কিন্তু স্ক্রাব করবেন না। তা হলে কি ত্বকে ময়লা জমতে দেবেন? একদমই না। সপ্তাহে একবার ভালো করে ত্বক এক্সফোলিয়েট করে নিন, তা হলেই যথেষ্ট।
চলুন এবারে জেনে নেয়া যাক ফেসিয়াল করার পর কোন কাজগুলো একেবারই করবেন না, সে সম্পর্কে—
ফেসওয়াশ ব্যবহার করবেন না
ফেসিয়াল করার পর সঙ্গে-সঙ্গে ফেসওয়াশ করবেন না। পানি দিয়ে মুখ ধুতেই পারেন তাতে কোনও সমস্যা নেই, কিন্তু তা-ও যেন ঠান্ডা পানি হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি যদি ব্লিচ ব্যবহার করেন ফেসিয়ালের সময়, তা হলে অন্তত ১২ ঘণ্টা ভুলেও ফেসওয়াশ ব্যবহার করবেন না।
স্টিম নেবেন না
ফেসিয়াল করানোর ঠিক পরেই স্টিম নেবেন না। এমনিতেই ফেসিয়াল করানোর পর ত্বকের লোমকূপ খুলে যায় এমতাবস্থায় স্টিম নিলে ত্বকে র্যাশ হতে পারে। তা ছাড়া ফেসিয়ালের সময়ে তো যথেষ্ট স্টিমের প্রয়োগ করাই হয়েছে আপনার ত্বকে, অতিরিক্ত স্টিম ত্বকের ক্ষতি করতে পারে।
সরাসরি রোদে নয়
ফেসিয়াল করানোর পর ত্বক একটু সংবেদনশীল হয়ে যায়, এসময় সরাসরি রোদে না যাওয়া ভালো। ত্বকে সূর্যের ক্ষতিকর ইউ ভি রশ্মি সরাসরি লাগলে তাতে ত্বকের গভীর পর্যন্ত ড্যামেজ হওয়ার আশঙ্কা থেকে যায়।