• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পেডিকিউর করে পা হারালেন ওই নারী!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০১:২৩ পিএম
পেডিকিউর করে পা হারালেন ওই নারী!

নারীরা সৌন্দর্যে এখন অনেক বেশি সচেতন। সব বয়সী নারীরাই পার্লারে ভিড় করে। ত্বক থেকে শুরু করে পরিচর্যায় বাদ যায় না হাত-পা। কিন্তু সেই সৌন্দর্য চর্চাই যদি কাল হয়ে দাড়ায়! সৌন্দর্য চর্চা করতে গিয়ে যদি নিজের শরীরের অঙ্গকেই হারাতে হয়! ভাবতেই ভয় লাগছে, তাই না!

এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানকার বাসিন্দা ক্লারা শেলম্যান পায়ের যত্নে পেডিকিউর করাত গিয়ে হারিয়েছেন নিজের পা। পরে ভুক্তভোগী নারী ক্ষতিপূরণ হিসেবে ১৭ লাখ ডলার পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু শরীরের অঙ্গ হারানোর বেদনা তাকে বয়ে যেতে হচ্ছে প্রতিটি মুহূর্তে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের সেপ্টেম্বরে  ক্লারা শেলম্যান ফ্লোরিডার টাম্পা এলাকার ‘ট্যামি’স নেইলস টু’ নামের এক পার্লারে পেডিকিউর করতে যান। পেডিকিউর করার সময় পার্লারের এক কর্মীর অসচেতনতার জন্য ক্লারার পা কেটে যায়। এরপর সেখানে সংক্রমণ দেখা দেয়। মারাত্মাক সংক্রমণের কারণে অবশেষে তার পা কেটে ফেলতে হয়।

চিকিত্সকরা জানান, ক্লারার পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ (পিএডি) ছিল। এতে সংক্রমণ খুব দ্রুত পায়ে ছড়িয়ে পড়ে। এই রোগে পায়ের মধ্যে থাকা শিরাগুলোতে ব্লক তৈরি হয়। পা সচল রাখার জন্য পুষ্টি ও অক্সিজেনের দরকার হয়। কিন্তু ব্লক থাকায় তা হৃদযন্ত্র ও মস্তিষ্ক থেকে পায়ে পৌঁছায় না। এতে পায়ের পেশী ও স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করে না। কয়েকমাসের মধ্যেই  সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ে। পরে তার পা কেটে ফেলতে হয়।

প্রতিবেদনে আরও জানায়, হাসপাতালের খরচ দিতে গিয়ে নিজের বাড়িও হারিয়েছেন ওই নারী। ঘটনার ৩ বছর পর নিজেদের ভুল স্বীকার করে ট্যামি’স নেইলস টু পার্লার থেকে ক্লারা শেলম্যানকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

Link copied!