• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নিউ ইয়ার পার্টিতে মানতে হবে যেসব ভদ্রতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:৫৯ পিএম
নিউ ইয়ার পার্টিতে মানতে হবে যেসব ভদ্রতা

আর মাত্র কয়েকদিন। বাড়িতে নিউ ইয়ার পার্টির প্রস্তুতি চলছে। অথবা নিশ্চয়ই পার্টির আমন্ত্রণও পেয়েছেন ইতোমধ্যে। এসব পার্টিতে যেতে পোশাকও কিনে নিয়েছেন। নিজেকে জমকালো লুকে সাজিয়ে পার্টিতে যাওয়ার প্রস্তুতি প্রায়ই শেষ, তাই না। কিন্তু এখানেই শেষ নয়, নিউ ইয়ার পার্টিতে গিয়েও মানতে হবে কিছু নিয়ম। কিছু সাধারণ এটিকেট অর্থাৎ ভদ্রতা বা নিয়ম মেনে চলতে হবে আপনাকে। অনেকে ফরমালই এগুলো জানেন। কিন্তু অনেকে পার্টিতে গিয়ে হয়তো গুলিয়ে ফেলেন। পার্টিতে গিয়ে সাধারণ কিছু ভদ্রতার বিষয়গুলো আরও একবার মনে করে নিন।

নিউ ইয়ার পার্টিতে যাওয়ার আগে এবং পার্টিতে গিয়ে যে বিষয়গুলো খেয়াল রাখবেন তা জানাব আজকের এই আয়োজনে_

আয়োজককে ধন্যবাদ দিন

নিউ ইয়ারে সুন্দর পার্টির আয়োজনের জন্য় হোস্টকে ধন্যবাদ দিন। তার আয়োজনগুলোর প্রশংসা করুন। ছোট ছোট অসুবিধা এড়িয়ে যান। পার্টির শুরুতে এবং শেষে অবশ্যই তাকে পুরো আয়োজনের জন্য় ধন্যবাদ জানাবেন।

শুভেচ্ছা-উপহার

নিউইয়ার পার্টিতে যাচ্ছেন, অবশ্যই আয়োজককে শুভেচ্ছো জানাতে উপহার নিতে পারেন। এতে আয়োজক বেশ খুশি হবে। এক্ষেত্রে ফুল হতে পারে সেরা উপহার। আয়োজকের পছন্দের ফুল জানা থাকলে তা নিয়ে যাবেন। সঙ্গে শুভেচ্ছা কার্ডে বার্তাও লিখে দিতে পারেন। চকোলেট, বাদামের মতো কিছু স্ন্যাকসও নিয়ে যেতে পারেন।

অল্প কিছু খেয়ে যান

নিউ ইয়ার পার্টি সাধারণত রাতেই শুরু হয়। রাতভর চলে আয়োজন। ডিনার করতে করতে মধ্যরাত হয়ে যায়। অতক্ষণ না খেয়ে থাকলে শরীরও খারাপ করবে। ফলে পার্টিতে যাওয়ার আগে প্রয়োজনে অল্প কিছু খেয়ে নিন।

মদ্যপান এড়িয়ে চলুন

নিউ ইয়ার পার্টি মানেই মদ্যপান করতে হবে তা কিন্তু নয়। প্রয়োজনে অ্যালকোহলমুক্ত পাণীয় খেতে পারেন। তবে যদি কোনো পার্টিতে অনুরোধ সাপেক্ষে মদ্যপান করতেই হয় তবে সামান্য পরিমাণে খাবেন। যে কোনও পার্টিরই এটি সাধারণ ভদ্রতা। যদি নিজেকে মদ্যপানে সামলাতে না পারেন তাহলে পার্টি উপভোগ করতে পারবেন না।

ব্যবহারের জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখুন

পার্টিতে খাবার খাওয়া শেষ হলে প্লেট বা পানীয়ের গ্লাস নির্দিষ্ট স্থানে রাখুন। হোস্টকে বার বার ডাকবেন না। যা লাগবে নিজেই নিয়ে নিন। খাবার শেষে নির্দিষ্ট ধোওয়ার জায়গায় প্লেট রেখে আসুন।

অপরাগতা আগেই জানিয়ে রাখুন

নিউ ইয়ার পার্টিতে সপরিবার নিমন্ত্রণ পেয়েছেন। কিন্তু সবার যাওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে হোস্টকে বিষয়টি আগেই জানিয়ে দিন। এতে হোস্টের পার্টির প্রস্তুতি নিতে সুবিধে হবে। কত জন অতিথি আসবেন সেই অনুযায়ী প্রস্তুত হবেন হোস্ট। না হলে অযথা খাবার নষ্ট হবে।

ছবি তোলা-পোস্টের আগে অনুমতি নিন

নিউ ইয়ার পার্টিতে ছবি তোলার আগে অবশ্যই হোস্টের অনুমতি নিন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে কিনা তাও জেনে নিন। এছাড়াও সেলফিতে অন্যরা থাকলে তাদের অনুমতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছবি দিবেন। কারো অনুমতি না থাকলে তার ছবি পোস্ট না করাই ভালো। কারো আপত্তি থাকলে, সেটা গুরুত্ব দিন।

Link copied!