• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ঢেকুর তুলে বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৩:১১ পিএম
ঢেকুর তুলে বিশ্ব রেকর্ড

ভদ্রসমাজে চলতে গেলে আমাদের কিছু সৌজন্যবোধ থাকা চায়। পরিবেশের সঙ্গে মানানসই আচরণ সবসময় প্রশংসনীয় হয়ে থাকে। অন্যদিকে আমাদের অসংলগ্ন আচরণ মানুষের বিরক্তির কারণ হয়।যেমন অনেক মানুষের মধ্যে বসে হঠাৎ কেউ ঢেকুর তুললে তার এই আচরণকে অভদ্রতা মনে করা হয়। এজন্য খেয়াল করে দেখবেন, জনসমাগমে কোনো কারণে ঢেকুর তুলে ফেললে আমরা দুঃখ প্রকাশক ক্ষমা চেয়ে নেই। তবে এবার ঘটলো একদম ভিন্ন ঘটনা, এই ঢেকুর তুলেই অস্ট্রেলিয়ার এক ব্যক্তি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন। তার নাম নেভিল শার্প। তিনি উচ্চ শব্দে ঢেকুর তুলে বিশ্ব রেকর্ড করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত মঙ্গলবার বলা হয়েছে, বর্তমান বিশ্বে পুরুষদের মধ্যে সবচেয়ে জোরে ঢেকুর তুলতে পারেন নেভিল শার্প। নেভিল অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরের বাসিন্দা। তিনি সর্বোচ্চ ১১২ দশমিক ৪ ডেসিবেল আওয়াজের ঢেকুর তুলতে সক্ষম হন। গত ২৯ জুলাই গিনেস কর্তৃপক্ষ নেভিলের ঢেকুর তোলার বিশেষ এই যোগ্যতা পরিমাপ করে।

নেভিলের একেকটি ঢেকুরের আওয়াজ ইলেকট্রিক ড্রিলের চেয়ে বেশি। এমনকি কোনো কোনো বাদ্যযন্ত্রের চেয়ে জোরে আওয়াজ তুলে তিনি ঢেকুর তুলতে পারেন। আর এই বিশেষ যোগ্যতার কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় পর সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন নেভিল। এ জন্য তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

আর আগে সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন যুক্তরাজ্যের পল হান। তিনি ২০০৪ সালে এই রেকর্ড গড়েন। যুক্তরাজ্যের পল হানের সেই ঢেকুরের আওয়াজ ছিল ১০৪ দশমিক ৯ ডেসিবেল। এরপর সেই রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার নেভিল।

এই বিষয়ে নেভিলের বড় বোন স্যান্ডি হার্ট বলেন, “শৈশব থেকেই নেভিল অন্য ভাইবোনদের তুলনায় জোরে ঢেকুর তুলতে পারত। নেভিলের যখন ছয় বছর বয়স, তখনই আমরা তার এই বিশেষ গুণ সম্পর্কে জানতে পারি।”

সূত্র: টাইমস নাউ নিউজ. কম

 

Link copied!