স্লিম হতে কতই না চেষ্টা। ডায়েট, ব্যায়াম কোনো কিছুরই কমতি থাকে না। তাছাড়া পোশাক পরার পর, সুন্দর করে সাজুগুজু করার কারণ একটাই- নিজেকে স্লিম দেখানোর। স্লিম মানেই অন্যের প্রশংসা পাওয়া। যা শুনতে কার না ভালো লাগে। সবাই চান নিজেকে স্লিম এবং আকর্ষণীয় লাগুক। তাই একটু মুটিয়ে গেলেও কিছু কৌশলে নিজেকে সবসময় অন্যের সামনে স্লিম করে উপস্থাপন করতে পারেন। বিশেষ করে ক্যামেরার সামনে। কিছু অ্যাঙ্গেল বুঝে ছবি তুলুন। দেখবেন সহজেই নিজেকে স্লিম দেখাচ্ছে।
পোশাক নির্বাচন
পোশাক নির্বাচন সঠিক না হলে আপনাকে মোটা দেখাবেই। শরীরের গড়ন বুঝে পোশাক নির্বাচন করুন। এক রঙের পোশাক পরতে পারেন। এতে আপনি ছবিতে স্লিম দেখাবেন। একই রঙের পোশাক না থাকলে হালকা-গাঢ় শেড মিলিয়ে পরুন। ছবিতে শরীরের গড়ন বেশ দেখাবে।
নিচ থেকে ছবি তুলবেন না
হাঁটুর নিচ থেকে ক্যামেরা ধরে ছবি তুললে মোটা দেখাবে আপনাকে। আপনাকে বেটেও দেখাবে। তাই ছবি তোলার সময় খেয়াল রাখুন যেন ক্যামেরা হাটুর উপরের বরাবর থাকে। এতে ক্যামেরার সামনে আপনার পোজও ভালো আসবে।
একপাশ হয়ে ছবি তলুন
গ্রুপে বা সিঙ্গেলে ছবি তুলছেন? কখনওই সরাসরি ক্যামেরার সামনে সোজা দাড়িয়ে ছবি তুলবেন না। একপাশে বেঁকে ছবি তুলুন। যেপাশে আপনার লুক ভালো আসে সেই পাশ হয়েই দাড়াবেন সবসময়। আপনাকে স্লিম দেখাবে।
পেট ঢেকে নিন
পেটের চর্বি খুব বেড়েছে? ছবি তোলার সময় অবশ্যই পেট ভেতরের দিকে খানিকটা চেপে নিবেন। সঙ্গে ব্যাগ থাকলে তা দিয়েও পেটের সামনে খানিকটা ঢেকে নিতে পারেন। তাছাড়া ছবি তোলার সময় বুক সামান্য সামনের দিকে ও কাঁধ খানিকটা পেছনে রাখুন। আপনাকে অনেকটাই স্লিম দেখাবে।
ডবল চিনে সাবধান
অনেকেরই শরীরের তুলনায় মুখের চর্বি বেশি থাকে। মুখ একটু নিচু করে রাখলেই থুতনির নিচে ভাঁজ পড়ে। মানে ডাবল চিন দেখা যায়। ছবিতে এই ডাবল চিন খুব বাজে দেখায়। তাই ছবি তোলার সময় ঘাড় কিছুটা প্রসারিত রাখুন। এরপর মুখে হালকা হাসি দিয়ে ছবি তুলুন। ডাবল চিন অনেকটাই ঢেকে যাবে।
কোমরে হাত দিয়ে ছবি
কোমরে হাত দিয়ে ছবি তোলার স্টাইল তো সেলিব্রেটিদের। তারা যতই স্লিম হোক না কেন কোমরে হাত দিয়ে ছবি তোলেন। কারণ এতে শরীরের গড়ন সুন্দরভাবে ফুটে উঠে। হাতের পেশি স্লিম দেখায়। একপাশে বাঁকা হয়ে কোমরে হাত দিয়ে ছবি তুলে দেখুন। আপনার মধ্যেও কনফিডেন্ট বেড়ে যাবে।
পা ক্রস রাখুন
ছবি তোলার সময় পা ক্রস করে রাখুন। দাড়িয়ে কিংবা বসে যখনই ছবি তুলবেন পা ক্রস করে রাখলে ছবি বেশ ভালো আসবে। বিশেষ করে সিঙ্গেল ছবিতে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন।
আলোর নিচে দাড়াবেন না
ছবি তোলার সময় সরাসরি আলোর নিচে দাড়াবেন না। মুখে ছায়া পড়লে ছবি ভালো আসবে না। জানালার সামনে বা এমন জায়গায় দাঁড়ান যেখানে আলো আপনার মুখের সামনে থাকবে।
গ্রুপ ছবিতে যে ভুল করবেন না
গ্রুপ ছবিতে কখনওই একেবারে সবার শেষে বা সবার সামনে দাড়াবেন না। আবার একদম মাঝেও দাড়াবেন না। এতে আপনার মুখ ও শরীর দুটোই মোটা দেখাবে। চেষ্টা করুন ক্যামেরার অ্যাঙ্গেলের খানিকটা পাশে দাড়াতে। আপনাকে অন্যদের তুলনায় স্লিম দেখাবে।