• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ত্বকের লাবণ্যে গাঁদা ফুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০২:৫৬ পিএম
ত্বকের লাবণ্যে গাঁদা ফুল

শীতের আমেজে গা ভাসছে। শরীরের টানটান অনুভূতি ইতিমধ্যে শুরু হয়েছে। শরীর ও ত্বকের যত্নে এখন আরও বেশি মনোযোগী হতে হবে। পাতাঝরা শীতে প্রকৃতি সেজে ওঠে এক ভিন্ন সাজে। শীতকাল মানেই চারিদিকে রঙ-বেরঙের নানা ধরণের ফুলের বাহার। তবে সব ধরণের ফুলেদের মধ্যে যার রাজত্ব সর্বত্র, সেই ফুলটির নাম গাঁদা। এই ফুল হতে পারে আপনার রূপচর্চার উপকরণ।

গাঁদাফুলের অ্যান্টি অক্সিডান্ট গুণ ত্বক পরিষ্কার রাখে, ত্বকে নতুন কোষের জন্ম দিতেও সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক গাঁদাফুলের উপকারিতা এবং এর ব্যবহার-

  • বলিরেখা থেকে ত্বককে রক্ষা করে এই ফুলের রস।
  • ত্বকের কাটা-ছেঁড়ায় জীবাণুনাশক হিসেবে কাজ করে।
  • তৈলাক্ত ভাব দূর করে ত্বককে করে তোলে সুন্দর।
  • রোদে পোড়া হাত থেকে রক্ষা করে ত্বককে সজীব করে তোলে।
  • চোখের নিচের ফোলা ভাব কমায়।
  • ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।

অবশ্যই গাঁদাফুলের ফেস প্যাক বানিয়ে তা পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। এতে আপনি উপকৃত হবেন খুবই তারাতারি। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকে কিভাবে ব্যবহার করবেন এই গাঁদা ফুল-

মধু আর গাঁদাফুলের ফেস প্যাক

প্রথমে গাঁদাফুলের পাপড়ি বেটে নিন ১ টেবিলচামচের মতো। এবার ২ চা চামচ দুধের সর আর ১/২ চা চামচ মধু যোগ করুন। ভালোভাবে মিশিয়ে মুখে সমানভাবে লাগান। ৩০ মিনিট রেখে তারপর ধীরে ধীরে কিছুক্ষণ মাসাজ করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধের সরের ল্যাকটিক অ্যাসিড গায়ের রং উজ্জ্বল করে। গাঁদাফুল ত্বকের টেক্সচার মসৃণ করে তোলে আর মধু ত্বক আর্দ্র রাখে, মুখে বয়সের ছাপও পড়তে দেয় না।

গাঁদাফুল আর বেসনের ফেস প্যাক

রূপচর্চায় বেসন খুব উপকারি একটি উপাদান। তার সঙ্গে মেশান গাঁদাফুল আর দুধের গুণ। ১ টেবিল চামচ গাঁদাফুলের বেটে নেওয়া পাপড়ি, ১ চা চামচ বেসন, ১ চা চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। পরিষ্কার মুখে আর গলায় এই পেস্টটি লাগিয়ে না শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনবার করলে ত্বক চোখে পড়ার মতো নরম, মসৃণ আর উজ্জ্বল হয়ে উঠবে।

টক দই আর গাঁদাফুলের ফেস প্যাক

স্বাভাবিকভাবে দীপ্তিময়, উজ্জ্বল ত্বক পেতে হলে বেছে নিতে পারেন এই প্যাকটি। এর জন্য আপনার দরকার ১ টেবিল চামচ পরিমাণ বেটে নেওয়া গাঁদাফুলের পাপড়ি, ১ চা চামচ টক দই, ১/২ চা চামচ লেবুর রস আর ১ চা চামচ গোলাপজল। সব কিছু মিশিয়ে একটা মসৃণ পেস্ট করে নিন। মুখে লাগিয়ে না শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। বলিরেখা দূর করে ত্বকে তারুণ্য ফিরিয়ে আনতে এই প্যাকটি দারুণ ভাবে কাজ করে।

 

Link copied!