• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কিস ডে: ভালোবাসার বহিঃপ্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৫:০৪ পিএম
কিস ডে: ভালোবাসার বহিঃপ্রকাশ

১৩ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘কিস ডে’। ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতেই দিনটিকে উৎসর্গ করা হয়েছে। কাছের প্রিয় মানুষদের কতটা ভালোবাসি, কতটা যত্ন করি সেই বহিঃপ্রকাশ হয় এই দিনে। একটি কিসের বিনিময়ে প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসার অভিব্যক্তি সম্ভব। আর সেই অনুভূতি প্রকাশ করতেই বিশ্বজুড়ে ‘কিস ডে’ পালনের সর্বজনীন স্বীকৃতি দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতেই শুরু হয় ভ্যালেন্টাইনস সপ্তাহ। সপ্তাহ জুড়ে বিভিন্ন দিবস পালিত হয়েছে। রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে, হাগ ডে, চকলেট ডে। সেই ধারাবাহিকতায় আজকের দিনটিতে পালিত হচ্ছে ‘কিস ডে’। আর একদিন পরই চূড়ান্ত অপেক্ষা শেষে আসবে ‘ভ্যালেন্টাইন ডে’।

‘কিস ডে’ এমন একটি দিন, যা প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে। দিনটিতে যে শুধু প্রিয় একজনের সঙ্গেই পালন করা যায় তা কিন্তু নয়। দিনটি আপনার বাচ্চাদের সঙ্গে, বাবা-মায়ের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, এমনকি প্রিয় পোষা প্রাণীদের সঙ্গেও উদযাপন করতে পারেন। তাদের কিস করে নিজের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। কারণ এটি এমন একটি অঙ্গভঙ্গি, যা কারো প্রতি আপনার গভীর আবেগের প্রকাশ করবে। সম্পর্কগুলোকে আরও গভীর, ঘনিষ্ঠ করবে। একটি কিস বা চুম্বন তাত্ক্ষনিকভাবে মন ও মেজাজকে ভালো করে দিতে পারে। আপনি তার কাছে এবং সেও আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করাবে।

বিশেষজ্ঞরা জানান, ঠোঁটের আলতো স্পর্শ অবশ্যই আনন্দদায়ক এবং আসক্তিপূর্ণ। একটি কিস বা চুম্বন মানুষের শরীরের অভ্যন্তরে 'সুখী হরমোন' নিঃসরণ বাড়িয়ে দেয়, সেই সঙ্গে স্ট্রেস বা মানসিক চাপের হরমোন কমায়।...

‘কিস ডে’ উদযাপনে প্রিয়জনকে বিশিষ্টজনদের দেওয়া উক্তি উৎসর্গ করতে পারেন। দিবসটিকে ঘিরে বিশিষ্টজনদের কিছু উক্তি তুলে ধরা হলো আজকের আয়োজনে_

ক্যারি ল্যাটেট বলেছেন, "যখন আমি তোমাকে চুম্বন করি, আমি তোমার আত্মার স্বাদ নিতে পারি।"

সিলভিয়া প্লাথ বলেছেন, “আমাকে কিস করুন এবং আপনি উপলব্ধি করতে পাবেন যে আমি কতটা গুরুত্বপূর্ণ।"

কারেন মেরি মনিং বলেছেন, "একদিন এমন একজনকে চুম্বন করবেন যাকে ছাড়া আপনি নিঃশ্বাস নিতে পারবেন না এবং দেখবেন নিশ্বাসটি খুবই সামান্য মনে হচ্ছে।"

ক্রিস্টোফার মার্লো বলেছেন, "আমাকে চুমু দিয়ে অমর করুন।"

তাহেরেহ মাফি বলেছেন, "এটি এক ধরনের অনুভূতি যা তারাকে আকাশে আরোহণ করতে এবং বিশ্বকে আলোকিত করতে অনুপ্রাণিত করে।"

এডমন্ড রোস্ট্যান্ড বলেছেন, "কিস একটি গোপন বিষয়, যে অনুভূতি ঠোঁট থেকে শুধু কান শুনতে পায়।"

অস্কার ওয়াইল্ড বলেছেন, “আমি মারা গেলে আমার কপালে একটি চুমু দেওয়ার প্রতিশ্রুতি দাও। --আমি এটা অনুভব করব।"

অস্কার ওয়াইল্ড আরও বলেন, -"একটি চুম্বন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে।" -

জে.কে. রাউলিং বলেছেন, "তারপর সে তাকে চুম্বন করছিল। যেমন সে আগে কখনো চুমু খায়নি...এবং এটা ছিল আনন্দদায়ক বিস্মৃতি, ফায়ার হুইস্কির চেয়ে ভালো।

লোইস লোরি বলেন, "চুম্বনের আগে উত্যক্ত করা একটি মজার অংশ।"

জন কিটস বলেন, " একটি নরম চুম্বন। হ্যাঁ, সেই চুম্বনের দ্বারা, আমি একটি সীমাহীন সুখের প্রতিজ্ঞা করি।"

ডরোথি বি হিউজ বলেন, “"তুমি আমাকে যখন চুম্বন করেছিলে আমি তখন জন্মেছিলাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি মরে গেছি। তুমি আমাকে ভালোবাসলে, আমি কয়েক সপ্তাহ বেঁচে ছিলাম।"

গাই ডি মাউপাসান্ট বলেন, “চুম্বন নিজেই অমর। এটি ঠোঁট থেকে ঠোঁটে, শতাব্দী থেকে শতাব্দী, যুগ থেকে যুগে ভ্রমণ করে। পুরুষ এবং মহিলারা এই চুম্বন সংগ্রহ করে, অন্যদের কাছে সেগুলো  অফার করে এবং এরপর পালাক্রমে ফিরে যায়।"

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!