• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

এক থাপ্পড়েই ত্বকের চমক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৩:৫৪ পিএম
এক থাপ্পড়েই ত্বকের চমক!

ত্বকের যত্নে আমরা কতকিছুই না করি। বাজার প্রচলিত প্রসাধনী থেকে শুরু করে ঘরোয়া নানা উপকরণ ব্যবহৃত হয়ে থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে। ত্বকের জৌলুস ধরে রাখতে আথবা মুখ টানটান করতে আবার চোখের নিচের কালো দাগ দূর করতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয় আমাদের। কিন্তু কখনও শুনেছেন কি? নিয়মিত থাপ্পড় খেলে আপনার মুখের জেল্লা ফিরবে। অর্থাৎ থাপ্পড়ই হবে আপনার সৌন্দর্যের গোপন মন্ত্র। একদমই তাই সৌন্দর্য্য ধরে রাখতে ‘অ্যারোমা থেরাপি’র পাশাপাশি জায়গা করে নিয়েছে ‘থাপ্পড় থেরাপি’ও।

সর্বপ্রথম দক্ষিণ কোরিয়ায় এই থেরাপির প্রচলন শুরু হয়। ত্বকের যত্ন নিতে দক্ষিণ কোরিয়ায় মেয়েরা নিজেরাই নিজেদের গালে থাপ্পড় মারতেন। তারপর এই থেরাপি শুধু দক্ষিণ ধীরে ধীরে গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা লাভ করে। থাপ্পড় থেরাপি বলতে মূলত বোঝনো হয়েছে, হাতের তালুর দ্বারা নিজের গালের উভয় পামে হাল্কা ও আলতো করে ক্রমাগত চড় মারা।

গবেষকরা বলছেন থাপ্পড় থেরাপি ত্বকের সুস্থতায় বেশ উপকারী। চলুন তবে জেনে নেয়া যার এই থেরাপির উপকারিতা গুলো- 

  • হাতের তালু দিয়ে গালে থাপ্পড় মারার ফলে মুখের রক্ত সঠিকভাবে সঞ্চালিত হতে পারে।
  • ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এই পদ্ধতি।
  • মুখের প্রতিটি অংশে রক্ত প্রবাহ বেড়ে যায়। যার ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও আকর্ষণী। 
  • বার্ধক্য আসতে বাধা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে।
  • ত্বকে ক্রিম ভালো করে শোষণ করতে সাহায্য করে এই থাপ্পড় থেরাপি।
  • কোলাজেন উৎপন্ন করে বলিরেখা কমাতে সাহায্য করে।
  • ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য় করে।

সূত্র: আনন্দবাজার

Link copied!