ঝাল স্যান্ডউইচ তো কতই খেয়েছেন। মিষ্টি স্বাদের স্যান্ডউইচ কখনও খেয়ে দেখেছেন? তাও আবার আইসক্রিম আর চকলেট দিয়ে বানানো। বুঝতেই পারছেন কতটা মুখরোচক হবে এই খারারটি। তাইতো নেটদুনিয়া রীতিমতো ভাইরাল হয়েছে নতুন স্বাদের স্যান্ডউইচ। যেখানে থাকছে চকলেট আর আইসক্রিমের যুগলবন্দি।
ভারতের গুজরাতের ভাবনগরে তৈরি হচ্ছে এই স্যান্ডউইচ। বিক্রেতার এই অভিনব স্যান্ডউইচ বানানো কৌশল দেখে সেখানে ভিড় জমাচ্ছেন ভোজনরসিকরা।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী স্যান্ডউইচ বানানোর ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, গুজরাতের এক খাবার বিক্রেতা অভিনব কায়দায় এই স্যান্ডউইচ বানাচ্ছেন। স্যান্ডউইচটি বানানো হয়েছে হার্ট শেপে। এক পিঠে মাখন লাগানো আর অন্য পিঠে লাগাচ্ছেন জ্যাম। আর স্যান্ডউইচের ভেতরে দেওয়া হয়েছে চকোলেট, চিজ ও চকোবার আইসক্রিম। দেখেই যেন লোভ সামলানো দায়!
ভিডিওটিতে প্রশংসার বার্তা যেমন যুক্ত হয়েছে। তেমনই কেউ কেউ সমালোচনাও করছেন। ভাইরাল এই স্যান্ডউইচ দেখে অনেকে মন্তব্যে লিখেছেন, ‘এই স্যান্ডউইচ খেলে ডায়াবিটিস অবধারিত!’ আবার কেউ লিখেছেন, ‘এই দৃশ্য দেখে আমার চোখে ক্যানসার ধরা পড়েছে!’
নেটমাধ্যমে নানা মন্তব্য পড়লেও মিষ্টি স্বাদের এই স্যান্ডউইচ খেতে আগ্রহের কমতি নেই ভোজনরসিকদের। বরং সেই বিক্রেতার কাছেই ছুটে যাচ্ছেন আইসক্রিম আর চকলেট দিয়ে তৈরি সেই স্যান্ডউইচের স্বাদ নিতে।