• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

৯০ বছর পর মিনি মাউসের নতুন পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১২:২৭ পিএম
৯০ বছর পর মিনি মাউসের নতুন পোশাক

মিনি মাউস জনপ্রিয় কার্টুন চরিত্র। লাল পলকা ডটের ফ্রক পরা এই কার্টুন চরিত্রকে সবাই চেনে। দীর্ঘ ৯০ বছর পর এই কার্টুন চরিত্রের পোশাক পাল্টেছে। নতুন পোশাকে নতুন রূপে এসেছে মিনি মাউস।

মিনি মাউস মানে ছোট্ট ইঁদুর। উচ্চতা ২ ফুট ৩ ইঞ্চি। ১৯২৮ সালে যাত্রা শুরু হয়েছিল তার। দৌড়ুদৌড়ি, ছুটাছুটি, চঞ্চলতায় এই কার্টুন চরিত্রটি সবার মন জয় করেছে। ভীষণ দুষ্টু মিনি মাউসকে সবাই ভালোবাসে। চিরচেনা পোশাকেই তার জনপ্রিয়তা বেশি। ছোট্টরাও সেই পোশাক পড়ে মিনি মাউস সেজে বেড়ায়। কিন্তু চেনা রূপ পাল্টে মিনি মাউস এবার প্যান্ট-স্যুট পরে হাজির। তার নতুন পোশাকে হতভম্ব সবাই!

ওয়াল্ট ডিজনির এই কার্টুন চরিত্রটির পোশাক পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। কেন জনপ্রিয় কার্টুনের পোশাক পাল্টে ফেলা হলো, তা নিয়েও মনক্ষুন্ন ভক্তরা।

ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ জানায়, প্যারিসের ডিজনিল্যান্ড রিসোর্টের ৩০ বছর পূর্ণ হয়েছে। সেই জেরেই বদলে গেছে মিনি মাউসের পোশাক এবং এটা সাময়িক পরিবর্তন।

এই খবরে বেশ খুশিই হয়েছেন ভক্তরা। ডিজনির ৩০ বছরকে তারা সাদরেই উদযাপন করছেন। সেই সঙ্গে প্রিয় কার্টুন চরিত্রের নতুন পোশাককেও উপভোগ করছেন।

মিনি মাউসের নতুন পোশাক এই প্যান্ট-স্যুট তৈরি করেছেন ব্রিটেনের ডিজাইনার স্টেলা ম্যাকার্টনি। তিনি বলেন, “আইকনিক কার্টুন চরিত্রের জন্য পোশাক তৈরি করে আমি সত্যিই আনন্দিত।"

স্টেলা ম্যাকার্টনি বলেন, “নীল রঙের প্যান্ট-স্যুট দিয়ে মিনি মাউসকে সাজিয়েছি। কালো ডট রয়েছে এতে। মিনি মাউসের মাথায় রেখেছি নীল রঙের বো। রঙের পরিবর্তন এনে মিনি মাউসকে নতুন রূপ দিয়েছি।“

ডিজাইনার স্টেলা ম্যাকার্টনি আরও বলেন, “মিনি মাউসকে এভাবে সাজানো পেছনে আরও একটি কারণ রয়েছে তা হলো, মার্চের 'উইমেন'স হিস্ট্রি মান্থ' উদযাপনও করেছি মিনি মাউসের এই পোশাকের মাধ্যমে।“

Link copied!