• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুন্দর চুলের গোপন হেয়ার প্যাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৪:২৯ পিএম
সুন্দর চুলের গোপন হেয়ার প্যাক

সুন্দর চুল কার না কাঙ্ক্ষিত। ঘন রেশম কালো চুলের প্রশংসা তো মুখে মুখে। যদিও এখন কালো চুলের পাশাপাশি কালার করা চুলের প্রশংসায়ও পঞ্চমুখ থাকে সবাই। সব প্রশংসাই মেলে সুন্দর চুলে। দিনে দিনে চুল পড়ার সমস্যা বাড়ে, রুক্ষতা বাড়ে। এসব কাটিয়ে সুন্দর চুল পেতে বাড়তি যত্ন প্রয়োজন।

ত্বকের জেল্লার সঙ্গে সুন্দর চুলও চাই। সুন্দর চুলের বাড়তি যত্নে গোপন হেয়ার প্যাকের টিপস জানাব আজকের আয়োজনে, যা বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে।

দুটি অ্যালোভেরার পাতা নিয়ে সেখান থেকে অ্যালোভেরার জেল বের করে নিতে হবে। এই প্যাকে এক মুঠো জবা ফুল ব্যবহার করতে হবে। দুই টেবিল চামচ দই ব্যবহার করুন।

যেভাবে বানাবেন হেয়ার প্যাক

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ভালোভাবে। এবার চুলে লাগাতে হবে। ২০ মিনিট রাখুন। এবার ধুয়ে ফেলুন। পেয়ে যাবেন ঝরঝরে চকমকে সুন্দর চুল।

Link copied!