• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শেভ করার পরের প্রদাহ থেকে মুক্তি পাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১০:৫২ এএম
শেভ করার পরের প্রদাহ থেকে মুক্তি পাবেন যেভাবে

আপনি একটা কর্পোরেট অফিসে চাকরি করছেন, প্রতিদিন আপনাকে শেভ করে অফিসে যেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিদিন শেভ করার ফলে ত্বক নানান রকম অসুখে পড়তে পারে। তা ছাড়া ব্রণ ওঠা, গাল কেটে যাওয়ার সমস্যা তো রয়েছেই।

প্রতিদিন গালে ব্লেড ছোঁয়ানোর ফলে ত্বক খড়খড়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শীতকালে দাড়ি কাটার পরপরই ত্বকে জ্বালাপোড়া শুরু হয়। এমন ক্ষেত্রে ত্বকের জ্বালা ভাব কাটানোর নির্দিষ্ট কোনো উপায় না থাকলেও, কয়েকটি বিষয় একটু খেয়াল করলে আপনি মুক্তি পেতে পারেন এই প্রদাহ থেকে।

চলুন তবে জেনে নেওয়া যাক উপায়গুলো।

  • ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। সকালে শেভ করার পরিকল্পনা থাকলে আগের রাতে মুখে ভালোভাবে ময়েশ্চারাইজার মাখুন। তাহলে ত্বক আর্দ্র থাকবে।
  • তুলনামূলক লম্বা দাড়ি কাঁচি দিয়ে প্রথমে ছেঁটে নিন। লম্বা দাড়িও রেজর দিয়ে কাটতে গেলে গালের এক-একটি অংশে একাধিকবার ব্লেড ছোঁয়াতে হয়। ফলে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা বেশি থাকে।
  • দাড়ি কাটার সময় যে ক্রিমটি ব্যবহার করেন চেষ্টা করুন, যেসব ক্রিমে যেন বেশি ফেনা হয়। তাহলে ত্বক মোলায়েম থাকবে।
  • দাড়ি কাটার পর অবশ্যই অ্যালোভেরা জেল বা ভারী কোনো ময়েশ্চারাইজার গালে মাখুন। তা হলে প্রথমেই অনেকটা নিয়ন্ত্রিত হবে জ্বালা ভাব।

সূত্র: আনন্দবাজার

Link copied!