• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শীতে ছেলেদের গ্লাভস ফ্যাশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০২:৩৫ পিএম
শীতে ছেলেদের গ্লাভস ফ্যাশন

ঝাঁকিয়ে বসেছে শীত। শীতল বাতাস কাঁপিয়ে দিচ্ছে জনজীবন। ঢাকার আকাশেও এখন কুয়াশার খেলা। শীতকে সাদরে গ্রহণ করতে পোশাকের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগ থেকেই। এখন ভিড় করছে হাত-পায়ের মোজা কিংবা কান টুপির দিকে। শরীরকে উষ্ণ রাখতে গরম পোশাকের সঙ্গে সমানতালে কাজ করে হাতের গ্লাভস ও পায়ে মোজা। 

বিশ্বের শীতপ্রধান দেশে গরমের পোশাকের ফ্যাশনেবল ডিজাইন আসে। সেই সঙ্গে থাকে হাতের গ্লাভস নিয়েও আয়োজন। দেশেও শীত এলেই মনে হয়, নতুন জোড়া গ্লাভস দরকার। বিশেষ করে ছেলেরা। সাধারণ থেকে ব্র্যান্ডের গ্লাভস কেনার দিকে ঝুঁকে পড়েন। প্রতিবছরই শীতে এক জোড়া গ্লাভস লাগবেই। কারণ গত কয়েক মাস ব্যবহার না করে সম্ভবত পছন্দের গ্লাভসগুলো হারিয়েও ফেলেন অনেকে। অথবা গ্লাভস পুরোনো হয়েছে তাই নতুনটা কেনা চাই।

শীতের জন্য পুরুষরা ফ্যাশনেবল কিন্তু টেকসই গ্লাভস খুঁজে থাকেন, যা শীতের মৌসুমে খেলাধুলার জন্য ওয়ার্মিং হবে। পাশাপাশি ওয়াটারপ্রুফ, টেকসই ফেব্রিক এবং আশপাশে ঘোরাফেরার তাপ-নিয়ন্ত্রকও হতে হবে। এমন কিছু গ্লাভস রয়েছে যা দেখতে ততটা আকর্ষণীয় বা ফ্যাশনেবল হয় না। কিন্তু কোয়ালিটিতে হয় ষোলোআনা পারফেক্ট। নিখুঁত, টেক্সচার্ড আঙ্গুলের বৈশিষ্ট্যযুক্ত থাকে। যার ওজনও অপেক্ষাকৃত কম থাকে। ঠান্ডার তাপমাত্রা যা-ই হোক না কেন, পুরুষরা গ্লাভস নির্বাচনে একটু বেশি উৎসাহী থাকে। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ফ্যাশনেবল গ্লাভসগুলো দেখে নেব একনজরে।

ওয়াটারপ্রুফ ইনসুলেটেড ওয়ার্ক গ্লাভস

এই গ্লাভসটি টপ রেটেড গ্লাভসগুলোর একটি। বাইরের আর্দ্রতা দূর করতে এই গ্লাভসে একটি শক্ত পলিটেক্স শেল রয়েছে। এমনকি ভেতরের আর্দ্রতার সঙ্গেও লড়াই করার জন্য, এতে ফাস্ট ড্রাই প্রযুক্তি ব্যবহার করেছে। যা হাতের ঘাম দূর করে। এই গ্লাভস পরে যেকোনও টাচস্ক্রিন ডিভাইস ব্যবহার করা যাবে।

ট্রেইল রিজ শেরপা গ্লাভস

স্মার্ট উল এবং চামড়ার সমন্বয়ে তৈরি হয় এই গ্লাভসটি। শীতে বেশ উষ্ণতা দেবে। নরম উলের শেরপা লোম আর্দ্রতা প্রতিরোধ করে। এছাড়া এটি থাম্ব এবং তর্জনী আঙুলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ফোন স্ক্রলিংয়ের সুবিধা দেবে।

কলম্বিয়া ফাস্ট ট্রেক ফ্লিস গ্লাভস

কলম্বিয়া গ্লাভসগুলো দিয়ে সহজেই বাইরের যেকোনো কাজ করা যাবে। বলা যায়, বাইরের কার্যকলাপের জন্য এটি উত্তম। এই গ্লাভসটি আপনার আঙুলগুলোকে উষ্ণ রাখে। কিন্তু হাতকে ঘামাতে দেবে না। গ্লাভসগুলো শতভাগ ফ্লিস দিয়ে তৈরি করা হয়েছে। এতে ইলাস্টিক যুক্ত রয়েছে।

আরটেরিক্স সেভার গ্লাভস

এই গ্লাভসটি খেলোয়াড়রা বেশি ব্যবহার করে। শীতে খেলার অনুশীলন করতে বা যেকোনো  খেলাধুলায় অংশ নিতে এই গ্লাভস ব্যবহার করা যাবে। এটি ওয়াটারপ্রুফ হয়। এমনকি তুষারপাত প্রবেশেও বাধা দিতে পারে। গ্লাভসগুলো ভারী হয়। কিন্তু আপনি পছন্দমতো কম ভারী গ্লাভসও বেছে নিতে পারবেন।

ম্যাক ওয়েল্ডন সোয়াইপ গ্লাভস

সিল্ক এবং নাইলনের মিশ্রণে তৈরি হয় এই গ্লাভসগুলো। ওজনে হালকা হয় এবং দ্রুত শুকিয়ে যায়। হালকা শীতে এটি ব্যবহার করা যাবে। হালকা হওয়ায় এই গ্লাভস জোড়া আপনার ব্যাগেও নিতে পারবেন। চাইলে গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে রাখতে পারবেন।

ক্যাজুয়াল নিট গ্লাভস

এই গ্লাভস জোড়ার তালুতে বেশ ডিজাইন না থাকলেও আঙুলগুলো চামড়ার প্যাডিং রয়েছে। উলে বোনা এই গ্লাভস বাইরের শীতকে প্রবেশ করতে দেবে না। গ্লাভসের ভেতরের লোমের স্পর্শ রয়েছে, যা বেশ নরম হয়।

এলএল বিন রাঙ্গেলে ওয়াটারপ্রুফ গ্লাভস

এই গ্লাভসে পুরানো ফ্যাশনের আবেদন রয়েছে। তবে বেশ ক্লাসি। শীতের আবহাওয়ার সঙ্গেও দারুণ লড়াই করতে পারে। এতে প্রয়োজনীয় সব প্রযুক্তিগত যোগ্যতা রয়েছে। স্কিইংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলো লোমযুক্ত এবং টোস্টি থার্মাটেক প্রযুক্তির সঙ্গে উত্তাপযুক্ত। এর বাইরের অংশ শতভাগ হরিণের চামড়া ও নাইলন দিয়ে তৈরি, যা ওয়াটারপ্রুফ ও হাত ঘামা রোধ করে।

গুজ নর্দার্ন ইউটিলিটি গ্লাভস

সবচেয়ে তীব্র ঠান্ডার জন্য আপনাকে উষ্ণ এবং শুষ্ক রাখতে এই ভারী গ্লাভস ব্যবহার করতে পারেন। এটি ওয়াটারপ্রুফ এবং মোবাইলের টাচ স্ক্রিনে কাজ করে।

গিভ আর ফোর সিজন গ্লাভস

ক্লাসিক এই গ্লাভসটি দেখতে যতটাই শক্ত ততটাই শীতকে রুখে দেয়।। গ্লাভটিকে ওয়াটারপ্রুফ করতে এর উপরে মোমের আবরণ দেওয়া হয়েছে, যা প্রচণ্ড শীত থেকে রক্ষা করে। এই গ্লাভস পরে আপনি বরফ থেকেও মাছ তুলতে পারবেন। আবার জ্বালানো আগুনেরও হাত রাখতে পারবেন।

অ্যাডিডাস কমফোর্ট ফ্লিস ৩.০ গ্লাভস

এই গ্লাভস শরীরের তাপকে ধরে রাখে। গ্লাভস জোড়া হাতের শক্ত গ্রিপ নিশ্চিত করে। সকালের আউটডোর ওয়ার্কআউটের সময় এই গ্লাভস ব্যবহার করতে পারবেন।

ওজিরো ওয়াটারপ্রুফ ইনসুলেটেড উইন্টার গ্লাভস

উষ্ণতা ঠেকাতে বেশ কার্যকর এই গ্লাভসটি। গ্লাভসগুলো কয়েকটি স্তর দিয়ে তৈরি করা হয়েছে। এটি উইন্ডপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। ফক্স সোয়েড লেদার দিয়ে তৈরি। টাচস্ক্রিনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

Link copied!