• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

যেভাবে পরিষ্কার রাখবেন রুপার গয়না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৩:১২ পিএম
যেভাবে পরিষ্কার রাখবেন রুপার গয়না

মেয়েদের সাজে নতুন মাত্রা যোগ করে গয়না। তাই গয়না নিয়ে মেয়েদের আগ্রহের কমতি থাকে না। সোনা-রুপা বা বিভিন্ন ধাতুর গয়না পরেই নারী তার সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। কিন্তু খোলা জায়গায় বা অযত্নে রাখার কারণে অনেক সময় গয়না তার জেল্লা হারাতে থাকে। আবার এমন অনেক ধাতুর গয়না আছে, যা চাইলেও পরিষ্কার ঝকঝকে রাখা যায় না সব সময়। আর এ তালিকায় প্রথমেই আছে রুপার তৈরি গয়না।

ইদানীং রুপার গয়না সবাই পছন্দ করেন। নিজেকে নতুন রূপে প্রকাশ করতে এখন রুপার গয়নার জুড়ি মেলা ভার। তবে বিপাকে পড়তে হয় এই গয়না পরিষ্কার রাখা নিয়ে। রুপার গয়না সাধারণত আলো-বাতাসে থাকলেই কালচে হতে থাকে। তাই এই গয়নার যত্নে চাই বিশেষ সচেতনতা। বাড়িতে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনি যত্ন নিতে পারেন রুপার গয়নার।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে পরিষ্কার রাখবেন রুপার গয়না।

তরল সাবানে পরিষ্কার হবে রুপার গয়না

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে হালকা গরম করুন। তারপর তাতে তরল সাবান গুলে নিন। সাবান গোলা সেই উষ্ণ পানিতে রুপার গয়নাগুলো ডুবিয়ে রাখুন। অন্য পাত্রে দুটি আলুসেদ্ধ পানি রেখে দিন। সাবান পানি থেকে রুপার গয়না তুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর আলু সেদ্ধ করা পানিতে আবার ডুবিয়ে রাখুন। মিনিট পনেরো পরে গয়না তুলে নিয়ে ভালোভাবে প্রথমে ভিজে কাপড় এবং পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন, গয়নার জেল্লা ফিরে এসেছে।

বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন গয়না

পানি আর বেকিং সোডা মিশিয়ে গাঢ় পেস্ট বানিয়ে নিন৷ তারপর সেই মিশ্রণ রুপার গায়ে লাগিয়ে বেশ মিনিট পনেরো রাখুন। নরম কাপড়ে ঘষে ঘষে মুছে ফেলুন। আপনার গয়না পরিষ্কার হয়ে যাবে।

ভিনেগারে জেল্লা ফিরবে রুপার গয়নার

আধা কাপ সাদা ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কয়েক  ঘণ্টা ডুবিয়ে রাখুন কালচে হয়ে যাওয়া রুপার গয়না। তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। ফিরে আসবে আগের ঔজ্জ্বল্য।

টমেটো কেচাপ দূর করবে গয়নার ময়লা

পেপার টাওয়েল বা কিচেন টাওয়েলে পর্যাপ্ত পরিমাণ টমেটো কেচাপ ঢালুন। সেটা দিয়ে আপনার বাসন মাজার স্পঞ্জ দিয়ে গয়না ঘষে ঘষে মুছে দেখুন। সব কালো দাগ চলে যাবে। তারপর গয়নাটা ধুয়ে নিন ভালো করে।

টুথপেস্ট যত্ন নেবে গয়নার

কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে রুপার গয়নায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর নরম কোনো কাপড়ে ঘষে ঘষে মুছে নিন।পরিষ্কার হয়ে যাবে আপনার রুপার গয়না।

কাপড় ধোয়ার গুঁড়া সাবান

রুপার জিনিস পরিষ্কার করতে এটা সবচেয়ে বেশি পরিচিত। একটা বড় অ্যালুমিনিয়াম পাত্রে রুপার জিনিসগুলো নিয়ে তাতে গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ও লবণ দূর করবে গয়নার দাগ

রুপার সামগ্রী চকচকে করার সবচেয়ে বেশি ব্যবহৃত উপকরণ লেবু ও লবণ। পুরোনো রুপাকে সহজেই চকচকে করতে লবণ ও লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি আস্ত লেবুকে কেটে বীজ বের করে লবণের মধ্যে ফেলে রাখুন। এ বার তা দিয়ে রুপার জিনিস ঘষে নিন। তা হলেই নতুনের মতো দেখাবে রুপা।

লেবু পানিতে দূর হবে ময়লা

একটা লেবু কেটে লবণে ডুবিয়ে রাখুন। এরপর সেটা দিয়ে রুপার সামগ্রী ঘষে নিন। এটা সবচেয়ে সহজ ও দ্রুততম উপায়।

রুপার গয়না পরিষ্কারে সাহায্য করবে কন্ডিশনার

রুপার জিনিসের ওপরে চুলের ব্যবহার করা কন্ডিশনার লাগিয়ে মিনিট দশেক রেখে দিন। তারপর ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কালো ভাব দূর হয়ে যাবে।

দুধ ও লেবুর রস দূর করবে গয়নার দাগ

দেড় কাপ পানির মধ্যে আধা কাপ গুঁড়া দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সারা রাত ডুবিয়ে রাখুন রুপার গয়না। পরদিন নতুনের মতোই চকচকে হবে আপনার গয়না।

Link copied!