সাধারণত শাড়িকেই সব জায়গায় মানানসই পোশাক হিসেবে ধরা হয়। শাড়ি-ব্লাউজ দুইয়ে মিলে সম্পূর্ণ হয় সাজ। শাড়ির নকশা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব দেওয়া হয় ব্লাউজকেও। রুচিশীল কারুকার্যের ব্লাউজ সবার নজর কাড়ে। অনেক সময় ব্লাউজের ডিজাইনের জন্যই শাড়ি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। আজকাল রকমারি ডিজাইনার ব্লাউজ পরার অভ্যাসও রয়েছে নারীদের। কেউ পরেন পুঁতি বসানো ব্লাউজ, কেউবা জরি-সুতোর কাজ করা ব্লাউজ। কিন্তু কখনো কি মেহেদি আঁকা ব্লাউজের কথা শুনেছেন?
সম্প্রতি নেটমাধ্যমে এমনই একটি ব্লাউজের ভিডিও ছড়িয়ে পড়েছে। চিকনের কাজ করা সাদা শাড়ি পরে সেজেছেন নারী। মাথায় ফুল। কানে লম্বা দুল। শুধু গায়ে কোনো কাপড়ের ব্লাউজ নেই। ব্লাইজের পরিবর্তে সারা গায়ে মেহেদি দিয়ে আঁকা রয়েছে একটি ব্লাউজ। সঙ্গে রয়েছে ক্যাপশন। ‘মেহেদির ব্লাউজ। এরপর কী?’
নেটমাধ্যমে এই ভিডিয়ো ঘুরতে শুরু করা মাত্র ৮০ হাজারের বেশি নেটাগরিক তা দেখে ফেলেন। নেটিজনরা নানা রকম মন্তব্য করেন তার ভিন্নধর্মী সাজের। এক নেটাগরিক ওই ভিডিওর পোস্টের নিচে লেখেন, ‘মেহেদি লাগানো শিখতে হবে।’ আর একজন লিখেছেন, ‘ক্যাপশন পড়ার আগে বিষয়টি বুঝতেই পারিনি।’
সূত্র:আনন্দবাজার