• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মেছতার দাগ দূর হবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:১৭ পিএম
মেছতার দাগ দূর হবে যেভাবে

ত্বকের ন্যাচারাল সৌন্দর্য্যই আসল। যার ত্বক যতো সুন্দর সে তত বেশি সুন্দরী। গায়ের রঙে নয় বরং সৌন্দর্য্য বিচার হয় ত্বকের ধরণে। কারণ ন্যাচারাল সৌন্দর্য্য ফুটে উঠে সুন্দর ত্বকের মাধ্যমেই। ব্রণের দাগ কিংবা মেছতার দাগ থাকলে ত্বকের কোমনীয়তাও ঢাকা পড়ে যায়। তাই দাগ অপসারণে চেষ্টার কমতি নেই। বিশেষ করে মেছতার দাগ থাকলে তো উদ্বেগের শেষ নেই। নারী-পুরুষ উভয়েরই মেছতা হতে পারে। ত্বকে কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করা হয়। এতে মেছতার দাগ আরও গাঢ় হতে থাকে। মুখের সব সৌন্দর্য্যই ফিকে হয়ে যায়।

বিশেষজ্ঞরা জানান,মেছতার প্রভাবে ত্বকে হালকা বাদামি রঙের ছোপ ছোপ দাগ পড়ে। একে মেলাজমা অথবা কোলাজমাও বলা হয়। মেছতা সাধারণত জিনগত কারণে হয়। তবে নারীদের ক্ষেত্রে মেছতা বিভিন্ন কারণে হতে পারে। দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া, গর্ভবাস্থায়, নারীদের মেনোপোজের সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়াসহ বিভিন্ন অসুখের কারণে মেছতার হতে পারে। মুখের ত্বক ছাড়াও মেছতা শরীরের অন্য অংশেও হতে পারে। তবে আরো একটি সাধারণ কারণ হতে পারে সূর্যের আলোতে বেশি সময় থাকা।

বিশেষজ্ঞরা আরও জানান, ত্বকের লেয়ার অনুযায়ী মেছতা দু’ধরনের হতে পারে। অ্যাপিডার্মাল মেলাজমা, এতে মেছতা ত্বকের ওপরের লেয়ারে হয়। আরেকটি ডার্মাল মেলাজমা, যা ত্বকের ভেতরের লেয়ারে হয়।

মেছতার দাগ দূর করতে কতো প্রসাধনীই ব্যবহার করছেন। বাজার না ঘুরে ঘরে থাকা উপকরণ দিয়েই এই দাগ দূর করার চেষ্টা করে দেখতে পারেন। তবে যেকোনো প্রক্রিয়াই সময়সাপেক্ষ। তাই ধীরে ধীরে মেছতা দাগ দূর করতে এই টিপসগুলো সময় ধরে করেই দেখুন।

হলুদ দিয়ে মেছতার দাগ দূর হবে

রূপচর্চায় যুগ যুগ ধরে হলুদের ব্যবহার হয়ে আসছে। হলুদে থাকা কার্কিউমিন ত্বকের জন্য খুবই ভালো। এতে ইউভি প্রতিরক্ষামূলক গুণ থাকে। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-মুটাগেন ত্বকের সব ধরনের প্রদাহ কমায়। সমীক্ষায় দেখা গেছে, টাইরোসিনেজ ও মেলানিন উৎপাদনে বাঁধা দেয় কার্কুমিন। যা থেকে মেছতা হতে পারে। অন্য একটি সমীক্ষায় প্রমাণিত হয়, কার্কুমিনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো ত্বকের সব ধরণের কালচে দাগ দূর করে। তাই ত্বকে কাঁচা হলুদ বাটা ব্যবহার করতে পারেন। অথবা হলুদ দিয়ে কোনো প্যাক তৈরি করেও ত্বকে লাগাতে পারেন। মেছতার দাগ মিলিয়ে যাবে।

লেবুর রস দিয়ে কমবে মেছতার দাগ

লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট থাকে। যা ত্বকের কালচে দাগ দূর করে। মেছতার দাগও লেবুর রস ব্যবহারে কমে যায়। তবে লেবুর রস অ্যাসিড হওয়ায় এটি সরাসরি মুখে না লাগানোই ভালো। কোনো ফেস প্যাকের সঙ্গে লেবুর রস ব্যবহার করতে পারে। আবার হলুদের প্যাকের সঙ্গেও লেবুর রস ব্যবহার করলে উপকার পাবেন।

ত্বক পরিস্কার রাখলে কমবে দাগ

ত্বকের অবাঞ্চিত দাগ দূর করতে সব সময় পরিস্কার রাখা প্রয়োজন। প্রাকৃতিকভাবে তৈরি ফেসপ্যাকের মাধ্যমে ত্বক পরিস্কার করুন নিয়মিত। মেছতার দাগ কমে যাবে।

সূর্যের আলো থেকে দূরে থাকা

সূর্যের আলো যদি সরাসরি ত্বকে লাগে সেখান থেকে মেছতা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সূর্যের আলোতে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যে থাকা ভিটামিন ডি ত্বকের জন্য় ভালো। কিন্তু অবশ্যই সকালে রোদটা মুখে লাগাবেন। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বাড়তে থাকে। যা থেকে মেছতা হয়। মুখের ত্বকের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশেও সানস্ক্রিন ব্যবহার করুন।

Link copied!