• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভ্রু প্লাকে যেসব ভুল হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:৪৬ পিএম
ভ্রু প্লাকে যেসব ভুল হয়

পার্টি মেকআপ যেন পারফেক্ট হওয়া চাই। মেকআপের আগে ত্বকের যত্ন আর আই ভ্রুকে প্লাক করে নেওয়া হয়। অনেকে মেকআপ করা ছাড়াও মুখের সৌন্দর্যের জন্য কিছুদিন পরপরই ভ্রু প্লাক করেন। অগোছালো ভ্রুকে শেইপ দেওয়ার জন্যই প্লাক করা হয়। নয়তো চোখের সৌন্দর্যই যেন ফুটে উঠে না। কিন্তু ভ্রু প্লাকের কিছু ভুলের কারণে আমাদের বড় ক্ষতি হয়ে যায়। তাই সতর্ক হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞরা জানান, ভ্রু প্লাকবছরে কতবার করা উচিত তা জানতে হবে। নিয়মিত ভ্রু প্লাক চোখের জন্য মোটেও ভালো নয়। চোখের ওপরের সৌন্দর্য ঠিক রাখতে গিয়ে ভেতরের ক্ষতি হয়ে যায়। তাই খুব বেশি ভ্রু প্লাক করা মোটেও ঠিক নয়। এক্ষেত্রে দুই মাস পর পর ভ্রু প্লাক করা যেতে পারে। কিংবা কোনো অনুষ্ঠানের আগেই ভ্রু প্লাক করা ভালো। অন্যথায় ভ্রু প্লাক না করাই উত্তম।

বিশেষজ্ঞরা আরও জানান, চোখের কোনো সমস্যা থাকলেও ভ্রু প্লাকের বিষয়ে সাবধান হতে হবে। চোখের চারপাশের স্কিনের সমস্যা থাকলে আইব্রো বুঝেই প্লাক করে নিতে হবে। চোখের ত্বক অনেকটাই নরম হয়। পাতলা চামড়ার এই ত্বকের প্রতি অনেকবেশি যত্নবান হওয়া প্রয়োজন।

এছাড়াও ভ্রু প্লাকে চোখ ও ত্বকের কিছু ক্ষতিও হয়। ঘন ঘন ভ্রু প্লাক করলে কী কী ক্ষতি হয় তা জানুন এই আয়োজনে।

চোখে চাপ পড়ে

বিশেষজ্ঞরা জানান, ভ্রু প্লাকে চোখের ওপর চাপ পড়ে। সেই চাপ থেকেই ভ্রু প্লাকের সময় চোখ দিয়ে পানি ঝরে। যা চোখের ক্ষতি করে। তাছাড়া জোর দিয়ে ভ্রু প্লাকের সময় চোখেরও ক্ষতি হয়। দৃষ্টিশক্তি কমে যায়। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই ভ্রু প্লাক করুন।

ত্বকের ইনফেকশন

বিশেষজ্ঞরা জানান, ভ্রু প্লাক করার সময় সুতোর চাপে চোখের ওপরের ত্বকে প্রেসার পড়ে। এতে সেই ত্বক কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। অনেকে সময় ইনফেকশনও হয়। এছাড়াও ভ্রু প্লাকের সময় পাউডার ব্যবহার করা হয়। এটি ভালো মানের না হলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ভালো পার্লার বা অভিজ্ঞ, দক্ষ ব্যক্তির হাতেই ভ্রু প্লাক করানো উচিত।

অ্যালার্জি হতে পারে

ভ্রু প্লাকের পর ত্বক লাল হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর লালচে ভাব কমে আসে। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের লালচে ভাব কমতেই চায় না। এক্ষেত্রে তাদের জ্বালাভাবও বেশি হয়। তাই যাদের এই লালচে বা ফোলাভাব বেশিক্ষণ থাকে তাদের অ্যালার্জি আছে বলে ধরে নিতে হবে। তাই ঘন ঘন ভ্রু প্লাক না করে মাসখানেক পরই করানো ভালো বলে জানান বিশেষজ্ঞরা।

চোখের ভেতরে ইনফেকশন

ভ্রু প্লাকের পর জ্বালাভাবে কমাতে বিভিন্ন ক্রিম ব্যবহার করা হয়। যা দিয়ে ভ্রু ও চোখের আশাপাশের ম্যাসেজ করা হয়। এটি ভালো মানের না হলে চোখের ভেতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। চোখের ভেতরও লালচে হয়ে যায় এবং চুলকানি অনুভূত হয়। বিশেষজ্ঞরা জানান, ভ্রু প্লাকের পর এসব ক্রিম ব্যবহার না করে বরফ টুকরো ধরে জ্বালাভাব কমানো যায়। যা চোখের ত্বকে আরাম দিবে এবং ইনফেকশনের ভয়ও কমাবে। তাছাড়া ভ্রু প্লাক করার পর অবশ্যই পানি দিয়ে চোখে ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে অবাঞ্চিত কোনোকিছু চোখের মধ্যে রয়ে যাবে না।

Link copied!