• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভাইরাল হলো ‍‍‘টম অ্যান্ড জেরি‍‍’র দৌড়ঝাঁপ ভিডিও!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১১:৪৮ এএম
ভাইরাল হলো ‍‍‘টম অ্যান্ড জেরি‍‍’র দৌড়ঝাঁপ  ভিডিও!

টম অ্যান্ড জেরি, বিশ্বের জনপ্রিয় কার্টুনের একটি। এই কার্টুনে সারাক্ষণই চলে ইঁদুর-বেড়ালের খেলা। মজার মজার মুহূর্ত তৈরি করে। ইঁদুর দৌড়ে কখনো বিড়াল ভাগে, কখনো বিড়ালের দৌড়ে লুকিয়ে বেড়ায় ইঁদুর।

বিশ্বনন্দিত কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র দেখা মিলল বাস্তবে! একই চিত্রই দেখা গেল। বাস্তবেই বিড়ালের সঙ্গে ইঁদুর মারপিট করছে। মজার চিত্রটির ভিডিও ধারণ করা হয়। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। 

সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বেশ আনন্দ পাচ্ছেন অনুসারীরা। ছোট ইঁদুর কীভাবে বড় একটি বিড়ালের সঙ্গে লড়াই করছে তাই দেখা যাচ্ছে ভিডিওতে। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট ইঁদুরটি বড় বিড়ালের নাকে থাবা দিচ্ছে। আর বিড়ালটিকে তাড়া করে বেড়াচ্ছে। বিড়ালটিও ইঁদুরটির কাছ থেকে পালিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ছে। এরপরও বিড়ালের রেহাই নেই। ইঁদুরটি কোনোভাবেই সেই বিড়ালটিকে ছাড়ছে না। বিড়ালটিকে হয়রান করতে এদিক-ওদিক খুঁজে বেড়াচ্ছে ইঁদুরটি।

বিড়ালটিও কম নয়, আবারও সে ইঁদুরের কাছে এসে ভয় দেখাচ্ছে। যদিও ইঁদুরটি কোনোভাবেই বিড়ালটিকে ভয় পাচ্ছে না, বরং বিড়ালটি পালাতে বাধ্য হচ্ছে। ভাইরাল ভিডিওটি দেখে মনে হবে বিড়ালটি সেই ছোট্ট ইঁদুরটিকে ভয় পাচ্ছে। ঠিক যেমনটা টম অ্যান্ড জেরি কার্টুনে দেখে আনন্দ পায় দর্শকরা।

ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে শেয়ার হয়। এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। একই সঙ্গে ভিডিওটিতে লাইক দিয়েছেন ৩৬ হাজারের বেশি মানুষ।

Link copied!