• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের শপিংয়ে অপ্রয়োজনীয় যেসব কিনবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ১১:৫২ এএম
বিয়ের শপিংয়ে অপ্রয়োজনীয় যেসব কিনবেন না

শীতের মৌসুম মানেই বিয়ের মৌসুম। শীতের শুরু থেকেই বিয়ের আয়োজন শুরু। শীতের শেষ অবদি কোনো তারিখও খালি যাবে না। বিয়ের আয়োজনের শুরুতেই যে প্রস্তুতি থাকে তা হলো বিয়ের শপিং। এটি বড় চিন্তার বিষয়। বিয়ের শপিংয়ে কোনো কিছুই যেন বাদ দেওয়া যায় না। বর-কনের কেনাকাটা তো থাকছেই, সেই সঙ্গে উপহারের কেনাকাটাও থাকে। সব মিলিয়ে শপিং লিস্ট অনেক বড় হয়ে যায়।

তবে একটু ভেবে দেখুন তো, বিবাহের শপিংয়ে সবই কি দরকারি জিনিস কিনছেন? অনেক সময় অদরকারি জিনিস কিনেও আমরা ভরিয়ে ফেলি। শপিংয়ে যাওয়ার আগে তাই প্রয়োজনীয় জিনিসগুলোই তালিকা করে নিয়ে যাবেন। এর জন্য় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।

বিয়ের আয়োজনের ব্যস্ততায় এসব ভাবার সময়ই পান না অনেকে। তাই বিবাহের শপিংয়ে কী কী কিনবেন না, তার একটি তালিকা থাকছে আজকের আয়োজনে_

বিয়ের শপিং অপ্রয়োজনীয় কসমেটিক্স

বর ও কনের বাড়ি থেকে উপহার ডালা করে সাজিয়ে পাঠানোর নিয়ম থাকে। বরের বাড়ি থেকেও পাঠানো হয়। কনের বাড়ি থেকে ডালা সাজিয়ে পাঠানো হয়। এগুলোর মধ্যে বিউটি ও কসমেটিক্স প্রোডাক্টও থাকে। যেখানে একই প্রোডাক্ট ডাবল হয়ে যায়। বিয়ের পর বর-কনে দুজনই ওই প্রোডাক্ট ব্যবহার করেন। একই ধরনের প্রোডাক্ট হলে তা অনেক সময় ব্যবহারও হয় না। অনেকের ক্ষেত্রে তো মেয়াদোর্ত্তীন হয়ে যায়। খরচও বেশি হবে। তাই একই জিনিস নেবেন না।

অনেক শাড়ি কিনবেন না

বর্তমানে অনেকেই প্রতিদিন শাড়ি পরেন না। তাই কনের জন্য় অযথা অনেক শাড়ি কিনবেন না। তাছাড়া কনের পছন্দ না হলে বিয়ের পর সেগুলো আলমারিতেই পরে থাকবে। তাই প্রতিদিন যে ধরনের পোশাক পরবে সেই পোশাকগুলোই কিনুন। প্রয়োজনে বিয়ের পর কনে নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনে নিবে। তাছাড়া বিয়ে, হলুদের শাড়ি ছাড়া ভারী কাজকরা শাড়ি না কেনাই ভালো।  

অ্যাকসেসরিজ

ট্রেন্ডিং অনুযায়ী বিয়ে ও হলুদের অ্যাকসেসরিজ কিনুন। শপিংয়ে যাওয়ার আগে এটি অবশ্যই খেয়াল রাখুন। কনের সাজ কেমন হবে সেই অনুযায়ী অ্যাকসেসরিজ কিনুন। ভুলেও ব্যাকডেটেড অ্যাকসেসরি কিনবেন না। প্রয়োজনে বিষয়টি কনের উপরই ছেড়ে দিন। কনের হাতে কী ধরনের ব্যাগ রাখলে পোশাকের সঙ্গে মানাবে কিংবা কী ধরনের ব্যাগে এখন ট্রেন্ড চলছে তা খেয়াল রাখুন।

জুতো

বর-কনের বাড়ি থেকে উপহার হিসাবে তত্ত্বের ডালিতে জুতো পাঠানো হয়। বিয়ে মানেই অনেকে  জরি বসানো সোনালি জুতো বোঝে। অথচ এটি ব্যবহারের চল এখন উঠেই গেছে। আধুনিক সাজে কনে কী ধরনের জুতো পরবে তা আগে দেখে নিন। পোশাকের সঙ্গে ট্রেন্ডি জুতো কিনুন। সেই সঙ্গে প্রতিদিন ব্যবহারের জন্য়ও আরেকটি জুতো কিনুন। এছাড়াও বিয়ের পর কনে তার প্রয়োজনমতো পোশাকের সঙ্গে মানানসই জুতো কিনে নিবেন।

Link copied!