• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০২:৪৮ পিএম
বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার!

বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার আবিস্কার করে তাক লাগিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের একটি সংস্থা। হাতের তালুতে কিংবা চাবির রিংয়ে অনায়াসেই ঝুলিয়ে রাখা যাবে এটি। খেলনা নয়, সত্যিকারের এই রিভলভারের গুলি নিতে পারে মানুষের প্রাণও।

আনন্দবাজার প্রতিবেদনে জানা যায়, বিশ্বের সবচেয়ে ছোট বন্দুক হিসাবে এটি জায়গা পেয়েছে গিনেস রেকর্ডে।  রিভলভারের নাম সি১এসটি। যার ওজন মাত্র ২০ গ্রাম। সাড়ে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১ সেন্টিমিটার চওড়া এই রিভলভার। ছোট হলেও এর দাম ৫ লাখ টাকা।

রিভলভারটির আকার এতোই ছোট যে, পকেটে কিংবা হাতের তালুতেই সহজে লুকিয়ে নেওয়া যায়। ঘড়ি এবং গয়না বানাতে সুইজারল্যান্ড যে প্রযুক্তি ব্যবহার করে, সেই প্রযুক্তি ব্যবহার করেই এই রিভলভার বানানো হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বন্দুক তৈরির প্রযুক্তিও।

এদিকে ছোট্ট রিভলভার আবিস্কারের শঙ্কিত হয়ে পড়েছে ব্রিটেন এবং আমেরিকা। দুই দেশই রিভলভার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ।

তবে প্রস্তুতকারী সংস্থার দাবি, ছোট্ট এই রিভলভারের ক্ষমতা ১ জুলেরও কম। এর গুলিতে মৃত্যুর আশঙ্কাও কম। তবে খুব কাছ থেকে গুলি করলে গুরুতর আহত হবে। তবে মৃত্যু আশঙ্কা কম।

Link copied!