চলতি বছর অনেকটা সময় ঘরেই কাটিয়েছি সবাই। তবে সৌন্দর্য-উত্সাহীরা ঘরে বসেও সেই চর্চা করেছেন। ঘরে বসেই তারা মেকআপ টিপস দিয়েছেন, যা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে জনপ্রিয়তা পেয়েছে। এসব ভিডিও টিকটক, ইনস্টাগ্রামে পোস্ট হয়। মিনিটের মধ্যে নিজেকে সাজিয়ে নেওয়ার বিউটি হ্যাক দেখানো হয় এসব ভিডিওতে। সেই সঙ্গে ভিডিও মেকারের সরলতা, কথা বলার স্টাইল ও তার কাজ আমাদের মুগ্ধ করে।
প্রতি বছরই সেরাদের তালিকায় এগিয়ে থাকে কিছু ভিডিও। এই বছরও ব্যতিক্রম নয়। বছর শেষে এগিয়ে যাওয়া সেরা ৫টি ভিডিও নিয়ে পাঠকদের জানাব সালতামামি এই আয়োজনে।
মুখ শেভিং
মুখে অতিরিক্ত লোম থাকলে তা সৌন্দর্য নষ্ট করে। এ ক্ষেত্রে মুখ শেভিং গুরুত্বপূর্ণ। বিরক্তিকর পিচ-ফজ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি, শেভিং মুখকে এক্সফোলিয়েট করে। এছাড়া ত্বকের দাগ কমাতেও সহায়তা করে। এটি ত্বককে নরম করে তোলে এবং মেকআপকে মসৃণভাবে বসায়। আপনি একটি ফেসিয়াল রেজার ব্যবহার করতে পারেন। আপনার ত্বকে সংবেদনশীলতা বা অবাঞ্ছিত বাধা এড়াতে মুখ শেভিং জরুরি। মুখ শেভিংয়ের ভিডিও এই বছর সোশ্যাল মিডিয়ার বেশ রাজত্ব করেছে।
ভ্রু শেপিং
স্পিলওভার সাবানে সুন্দর ভ্রু পাওয়া যায়। ২০২০ সালে থেকেই এটির ব্যবহার সবার নজর কাড়ে। কিন্তু ২০২১ সালেও এই সাবান এখন রাজত্ব করছে। ভ্রু শেপিং দিন দিন ট্রেন্ডিং হয়ে উঠছে। লকডাউনে পার্লার বন্ধ হয়ে যাওয়ায় ভ্রু শেপিং করা বেশ ঝামেলা হয়ে দাঁড়ায়। কিন্তু ভ্রু ল্যামিনেশনের ডাই সুন্দর ভ্রু পেতে সাহায্য করে। এর জন্য শুধু একটি স্পুলি ব্রাশ এবং সাবান বারের প্রয়োজন। স্পুলিটিকে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়। এবার এটি দিয়ে তুলতুলে ভ্রুগুলো ওপরের দিকে তুলে দেওয়া হয়। সাবানে থাকা গ্লিসারিন ভ্রুকে এক স্থানে ধরে রাখে। তবে এটি সংবেদনশীল ত্বকে লাগানো যাবে না। পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
মোজা দিয়ে কার্ল চুল
কোনো হিট ছাড়াই চুল কার্ল করার সহজ উপায় পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়, যা এই বছর ভাইরালও হয়েছে। সৌন্দর্যপ্রেমীরা লকডাউনে ঘরে থেকে এই কৌশল আয়ত্ত করেছেন। এরপর ভিডিও বানিয়ে সবার সঙ্গে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, মোজা দিয়ে চুল কার্ল করা হতে পারে সর্বোত্তম উপায়। কয়েক জোড়া মোজা দিয়ে চুলকে ছোট ছোট অংশে ভাগ করে পেঁচিয়ে রাখুন। এরপর টেক্সচারাইজিং স্প্রে লাগান। সুন্দর, নিখুঁত কার্ল পেতে সারা রাত রাখুন। রাতের পার্টি হলে সারা দিন লাগিয়ে রাখতে পারেন।
কনসিলার হ্যাকস
মেকআপকে উন্নত করতে যে প্রসাধনী এই বছর দৃষ্টি আকর্ষণ করেছে, তা হলো কনসিলার। পণ্যটি ত্বকে অপূর্ণতা লুকানোর চেয়েও বেশি কিছু করে। এটি ফেসলিফ্টও দিতে পারে আপনাকে। এ ছাড়া মেকআপ লুকে সুপারমডেল আভা আনতে কনসিলার ব্যবহার এই বছর বেশি জনপ্রিয়তা পেয়েছে। কয়েক ধরনের কনসিলার রয়েছে, যা মেকআপের ক্ষেত্রবিশেষে ব্যবহার করা হয়। তবে রাতারাতি ভাইরাল বিউটি ট্রেন্ডে পরিণত হয়েছে ফক্স আই লুক, যা আপনাকে দুর্দান্ত করে তুলতে পারে।
কোরিয়ান শাওয়ার হ্যাক
মেকআপ হ্যাকগুলো সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ রাজত্ব করেছে এই বছর। এর মধ্যে আরও একটি ছিল কোরিয়ান শাওয়ার হ্যাক। উজ্জ্বল ত্বকের জন্য এটি ইফেক্টিভ হ্যাক। গোসল করার সময় আপনার ত্বকের অতিরিক্ত কিছু যত্ন নেওয়া প্রয়োজন। বাষ্প ভাপ নিয়ে আপনার মুখকে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর হালকা ভেজা তোয়ালে দিয়ে মুখে নিন। সহজ পদক্ষেপটি নিয়মিত করলে চকচকে ত্বক পাওয়া যাবে।