• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রেম-প্রতারণা-পরকীয়ায় শীর্ষে রয়েছে যে শহর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:১৩ পিএম
প্রেম-প্রতারণা-পরকীয়ায় শীর্ষে রয়েছে যে শহর!

রোমান্স বা প্রেমের কাহিনি কোন দেশে নেই? বিশ্বের প্রতিটি দেশই প্রেম ভালোবাসায় মত্ত্ব। আদিকাল থেকেই এটির প্রচলন। ভালোলাগা আর ভালোবাসা থেকেই জীবনসঙ্গিনী খুঁজে নেওয়া হয়। আবার বিচ্ছেদের গল্পও কম নেই। এক সময় গিয়ে একে অন্যকে ভালো লাগছে না। সম্পর্ক ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। বর্তমান যুগে এটি সাধারণ ঘটনা। তবে বিশ্বের কিছু দেশ অন্য দেশের তুলনায় প্রেম ও বিচ্ছেদের দিক দিয়ে এগিয়ে রয়েছে। এরমধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের নাম।

সম্প্রতি প্রেম নিয়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সমীক্ষা চালিয়েছে গ্রেট ব্রিটেনের ‘দ্য বটল ক্লাব’। সমীক্ষায় উঠে এসেছে, মিথ্যা প্রেমের সম্পর্ক আর প্রতারণার শিকারের ঘটনা বেশি ঘটছে যুক্তরাজ্য়ে। দেশটির মানুষেরা সবচেয়ে বেশি পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে।

সমীক্ষার উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়া। দ্য বটল ক্লাবের সমীক্ষা শেষে বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর কোন শহরের প্রেমিক-প্রেমিকারা নিজেদের প্রতি বেশি আকৃষ্ট হয় তা নিয়ে পরীক্ষা চালানো হয়। যেখানে দেখা যায়, এখনও পর্যন্ত প্রেমের কাহিনীতে বিশ্বের সব শহরকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে লন্ডন। চুটিয়ে প্রেম, নকল প্রেমের ঘটনায়ও তালিকার শীর্ষে রয়েছে শহরটি। শীর্ষে রয়েছে পরকীয়াতেও। ৮০ নম্বরের মধ্যে প্রায় ৭৩ নম্বর পেয়ে শীর্ষে উঠেছে তালিকায়।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ৬৭.৬ নম্বর পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকার লাস ভেগাস। ৬৬.৫ নম্বর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নিউইয়র্ক।

দ্য বটল ক্লাবের কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের লন্ডন শহরের ১ লাখের বেশি মানুষের পর্ন সাইটে অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও ১০ হাজারেরও বেশি মানুষ প্রাপ্তবয়স্কদের সাবস্ক্রিপশন সাইট অর্থ উপার্জন করছেন। এখানে বসবাসকারী ৭৫ লাখ মানুষের মধ্যে প্রায় ১ লাখ মানুষ পরকীয়া সম্পর্কে লিপ্ত। বিবাহিত অধিকাংশই অবৈধ প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছে। যার কারণে শহরটি প্রেম, প্রতারণা ও পরকীয়া সম্পর্কে শীর্ষে রয়েছে।

 

সূত্র: দ্য সান

Link copied!