• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রিয়জনকে বড়দিনের উপহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০১:২৫ পিএম
প্রিয়জনকে বড়দিনের উপহার

আসছে বড়দিন। খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসব উদযাপনে গোটা বিশ্বে উঠেছে সাজ সাজ রব। উৎসবে পিছিয়ে নেই বাংলাদেশও। বড়দিনকে কেন্দ্র করে গির্জায় গির্জায় চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্তাক্লোজের পোশাক কেনাকাটাসহ অনেক কিছু।

উৎসবের এই নানা রীতির মতো বড়দিনেও পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জনের মাঝে চলে উপহার বিতরণের পালা। আর এই উপহার কেনা নিয়েই পড়তে হয় বিপাকে । কোনটা রেখে কোনটা কিনবেন সিদ্ধান্ত নেয়া মুশকিল। চলুন তবে জেনে নেওয়া যাক বড়দিনের কিছু উপহার সম্পর্কে-

চকলেটের প্যাকেজ

বড় হোক বা ছোট, চকলেট খেতে সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা। আর উপহার হিসাবে এটি সবার কাছে প্রিয়। তাই পরিবারের ছোট সদস্যদের জন্য বড়দিনের উপহার হিসাবে চকলেটের প্যাকেজ বা চকলেট বক্স দিতে পারেন। পরিবারের ছোটোরা এই উপহারটি পেয়ে খুশিতে মেতে উঠবে।

বড়দিনের কেক

ক্রিসমাস কেক ছাড়া বড়দিন অসম্পূর্ণ। শুধু বাড়ির জন্য নয়। এটি উপহার হিসাবে সেরা চয়েস হবে। বড়দিনে কেক তৈরি করে উপহার দিতে পারেন বা অর্ডার করতে পারেন চকলেট, ব্ল্যাক ফরেস্ট বা আপনার পছন্দের মতো যে কোন ফ্লেভারের বড়দিনের কেক।

সানগ্লাস

এই বড়দিনে আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন সানগ্লাস। এখনকার ট্রেন্ডি সানগ্লাস বেশ মানাবে প্রিয় মানুষটাকে।

পারফিউম সেট

পারফিউম উপহার হিসাবে যে কোন উৎসবে উপযুক্ত। সুগন্ধি উপহার হিসাবে এটি একটি স্মার্ট চয়েস। ভাইবোন বা বন্ধু বান্ধবদের বড়দিনের উপহারে পারফিউমের সেট দিতে পারেন। এক্ষেত্রে ব্র্যান্ড দেখে সুগন্ধি পারফিউম বাছাই করতে হবে।

ডায়েরি ও কলম

বড়দিনের শুভেচ্ছা জনাতে বড়দিনের উপহার এর তালিকায় রাখতে পারেন ডায়েরি সঙ্গে এক গুচ্ছ গোলাপের তোড়া।

বড়দিনের কার্ড

শুভেচ্ছা জানানোর জন্য কার্ডের প্রচলন কদর কিন্তু এখনো কমে যায় নি। তাই বড়দিনের উপহারের তালিকায় নিত্য নতুন ডিজাইনের শুভেচ্ছা লেখা কার্ড রাখতে পারেন। উপহার হিসাবে প্রিয়জনকে দিতে পারেন শুভেচ্ছা কার্ড সঙ্গে চকলেট।

পোশাক

উপহার হিসাবে পোশাক এর চল যে বহু পুরাতন, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। মহিলাদের জন্য শাড়ি গিফট করতে পারেন। এক্ষেত্রে শিফন, জামদানি, নেট বা বেনারসি – বোন, মা বা বান্ধবীর জন্য হতে পারে সুন্দর উপহার। ছেলেদের পোশাকের মধ্যে সেরা উপহার হবে ট্রেডিশনাল পাঞ্জাবি।

ফ্যাশন জুয়েলারি

এখন খুব সুন্দর সুন্দর ফ্যাশন জুয়েলারি পাওয়া যায়। উজ্জ্বল পাথরের তৈরি জুয়েলারিগুলো বেশ মানিয়ে যাবে। এ জুয়েলারিগুলো খুব সহজেই মন কাড়বে মেয়েদের। তাই আপনার প্রিয় মানুষটাকে বড়দিনের উপহার হিসেবে দিতেই পারেন এমন কোনো জুয়েলারি।

টেডি বিয়ার

ছোটদের উপহার কিনতে বেশি চিন্তায় পরতে হয়। কারণ তাদের মন মতো উপহার নির্বাচন করা কঠিন ব্যাপার। শিশুদের খেলার জিনিসের উপর সবসময় ঝোঁক একটু বেশিই থাকে। তাই তাদের উপহার হিসাবে সান্টা ক্লজের পুতুল বা টেডি বিয়ার বাছাই করতে পারেন।

গ্যাজেট

গ্যাজেট-প্রেমীদের জন্য বড়দিনে তাদের দিতে পারেন হাল্কা ওজনের ডুয়াল টোনের এই ইয়ারবাডস। ক্রিসমাসে প্রি মানুষকে অ্যাপেলের গ্যাজেট উপহার দিতে চাইলে বেছে নিন এয়ারট্যাগ। যারা গান শুনতে ভালবাসেন তাদের জন্য ক্রিসমাসে আদর্শ উপহার সারেগামা ক্যারাভ্যান মিনি। এই স্মার্ট স্পিকারের এলইডি ডিসপ্লেতে সময়ও দেখা যায়। স্মার্ট গ্যাজেট অপারেট করতেও কাজে লাগে এই স্মার্ট স্পিকার।

বই

একটু আধটু গল্পের বই পরতে সবাই ভালোবাসে। প্রিয়জনকে উপহারে তার পছন্দের লেখকের গল্পের বই দিতে পারেন।

হাতঘড়ি

বড়দিনের উপহার হিসাবে ছেলে ও মেয়েদের স্মার্ট হাত ঘড়ি (ওয়াচ ) দিতে পারেন। বাজারে এখন নিত্যনতুন ডিজাইনের ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ চলে এসেছে। আপনার সাধ্যের মধ্যে পছন্দ মতো হাত ঘড়ি প্রিয়জনকে উপহার হিসাবে দিতেই পারেন।

হস্তশিল্পের জিনিস

ঐতিহ্যকে ধারণ করে এমন শিল্প উপকরণও দিয়ে পারেন বড়দিনের উপহারে। মাটির তৈরি নানা উপকরণ এখন খুব সহজেই পেয়ে যাবেন হাতে পারে কাছে। ঘর সাজাতে হোক বা টেবিলের সামনে রাখার জন্য, আপনার উপহারটিই হবে সেরা। 

ফুল

বড়দিনে কারো বাসায় দাওয়াতে যাচ্ছেন। এক্ষেত্রে ফুলের তোড়া হতে পারে মন ভালো করে দেওয়ার মতো একটি উপহার। এই দিনে ফুলের দোকানগুলোতেও ভিড় দেখা যায়। উৎসব উপলক্ষে দোকানেও সাজানো থাকে নানা রকমের ফুলের সমারোহ। প্রিয়জনকে সারপ্রাইজ দিতে যেকোনো উপহারের সঙ্গে যোগ করতে পারেন একটি রঙিন ফুলের তোড়া।

পরিবেশবান্ধব গাছ

গাছ কে না পছন্দ করে বলুন। বড়দিনে গাছ হতে পারে একটি ভিন্নতর উপহার। বিশেষ করে যারা বাগান করতে পছন্দ করেন তারা বেশ খুশিই হবেন। আর এখন ঘরে রাখার জন্য নানা ধরনের ইনডোর প্লান্টও পাওয়া যায়। এগুলো আশপাশের নার্সারিতেই পেয়ে যাবেন।

Link copied!