• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পানির নিচে ১০৭ মিটার হেঁটে বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ১২:৪০ পিএম
পানির নিচে ১০৭ মিটার হেঁটে বিশ্বরেকর্ড

দম আটকে এক নিশ্বাসে পানির নিচে হেঁটে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার বাসিন্দা ভিটোমির। এক নিশ্বাসে তিনি অতিক্রম করেছেন ১০৭ মিটার (৩৫১ ফুট দশমিক ৫ ইঞ্চি)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে জানা যায়, ভিটোমির ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থ্যালাসোথেরাপিয়া ওপাটিজার ৫০ মিটার দৈর্ঘ্যের একটি সুইমিং পুলে এই কাজটি করেন। এ সময় তিনি হাতে ভারী বস্তু বেঁধে নেন। যেন পানিতে ভেসে না ওঠেন। পুরো রেকর্ডটি করতে তার সময় লেগেছে ৩ মিনিট ৬ সেকেন্ড।

ভিটোমির বলেন, ‘দম বন্ধ করে পানির নিচে থাকা কষ্টকর। অনেক দিনের প্রশিক্ষণের পরই এটি সম্ভব হয়েছে। কঠোর অনুশীলনের পরই এই অর্জন পেয়েছি। আমি আনন্দিত।’

ভিটোমির জানান, পেশায় তিনি একজন ফ্রিডাইভার। চার বছর আগেই ফ্রিডাইভারিং শুরু করেন। সাইপ্রাসের লিমাসোলে ২০২১ এআইডিএ ফ্রিডাইভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণপদক ও দুটি ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া অনেক দিন ধরেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: বরফে ডুবে বিশ্ব রেকর্ড

২০২০ সালে এই রেকর্ডটি করেছিলেন ক্রোয়েশিয়ার বরিস মিলোসিক। তিনি এক নিশ্বাসে পানির নিচে ৯৬ মিটার (৩১৪ ফুট ১১.৫ ইঞ্চি) হেঁটে বিশ্বরেকর্ড করেছিলেন।

Link copied!