• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পবিত্র শবে বরাত যেভাবে পালিত হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৬:২৮ পিএম
পবিত্র শবে বরাত যেভাবে পালিত হয়

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে হচ্ছে পবিত্র ‘শবে বরাত’। ধর্মপ্রাণ মুসলিমরা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই পবিত্র রাত পালন করেন।আল্লাহতায়ালা যেকোনো সময়ই তার প্রিয় বান্দার দোয়া-প্রার্থনা কবুল করতে পারেন। তবে বছরের এমন কিছু বিশেষ সময় রয়েছে যা অন্য সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এসব সময়ে ইবাদতের মর্যাদা বেশি। তাই শবেবরাতে ইবাদত-বন্দেগি করা হয় এবং নেকি লাভের আশায় প্রার্থণা করা হয়। দেশব্যাপী মুসলিমরা এই পবিত্র রাত পালন করেন।শবেবরাত উপলক্ষে এক ধর্মীয় আবহ সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসলিমরা পবিত্র শবে বরাতের ফজিলত এর আশায় বিশেষ ভাবে দিনটি পালন করে থাকে। 

পবিত্র শবে বরাত যেভাবে পালন করেন মুসলিমরা_

  • ধর্মপ্রাণ মুসলিমরা এই রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে বিনিদ্র রাত কাটান। আল্লাহতায়ালার কাছে ক্ষমা চান। ভবিষ্যৎ জীবনে সফলতার দোয়া করেন। পাপ- পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য দোয়া প্রার্থণা করেন।
  • এই রাতে মৃত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করা হয়। তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
  • আশাপাশের মসজিদে সন্ধ্যার পর থেকেই ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
  • মুসলিমরা শেষ রাতে সাহরি খেয়ে পরদিন নফল রোজা রাখেন।
  • বাড়িতে হালুয়া, রুটিসহ মিষ্টিজাতীয় নানা পদের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর বাড়িতে হালুয়া রুটি পাঠানো হয়।
  • গরিব-দুঃখীদেরকে খাবার বিতরণ ও মুক্ত হস্তে দান করা হয় এই পবিত্র রাতে।
Link copied!