বিয়ের দিন সব মেয়েই চায় তাকে বিশেষ দেখাক। আর তাই বিয়ের দিন নিজেকে সুন্দর রাখতে প্রস্তুতি চলে অনেক আগে থেকেই। ত্বক থেকে শুরু করে চুল, নখ সবকিছুরই হয় বিশেষ যত্ন। শাড়ি-গহনা কেনাকাটায় ব্যস্ত থাকেন সকলে। বিয়ের আগের হলুদ-মেহেদি, প্রতিটা অনুষ্ঠানে হতে হবে ভিন্ন ভিন্ন সাজ।
মাথার টিকলি বা নাকফুলের মতো প্রয়োজন আপনার পা সুন্দর করে সাজানোর। আলতা বা মেহেন্দি পরা পা যেমন সুন্দর দেখায় নুপুর পরলে। তেমনি টো রিং পায়ের আঙ্গুলের শোভা বাড়িয়ে তোলে। মেহেদি রাঙা পায়ে জ্বলজ্বল করবে আপনার টো রিং। পায়ের জৌলুস ধরে রাখতে তাই গহনায় তালিকায় রাখুন আভিজাত্যের প্রতীক টো রিং কে।
চলুন তবে জেনে নেয়া যাক নববধূর নতুন সাজের টো রিং সম্পর্কে-
পোলা টো রিং
ভিন্ন-ভিন্ন ডিজাইনের তিনটি রিঙের নাম পোলা টো রিং। আভিজাত্যের প্রতীক এই রিং কিছু কিছু ক্ষেত্রে একে অপরের সঙ্গে যুক্ত, আবার অনেক সময় একে অপরের থেকে আলাদাও হয়। ট্রেন্ডি লুকে নিজেকে সাজাতে, বিয়ের সময় একজোড়া পোলা টো রিং রাখতেই পারেন আপনার গয়নার তালিকায় ।
জোরাভি টো রিং
মহারাষ্ট্রীয় স্টাইলে ডিজাইন করা হয় এই টো রিং-এ থাকে একাধিক ফুল বা নক্সা। বিশেষ দিনে যা আপনাকে বিশেষ করে তুলবে। অনলাইনে এখন খুব সহজেই সংগ্রহ করতে পারবেন জোরাভি টো রিং।
রাজস্থানি টো রিং
বিয়ের সাজকে সম্পূর্ণ রাজকীয় লুক দিতে পায়ে পরুন একজোড়া টো রিং। গোল থেকে চৌকোণা বা ফ্লাওয়ার, বিভিন্ন রকমের শেপে এই টো রিং পাওয়া যায়। গোল্ডেন মেটিরিয়ালের ওপর মিনাকরি অথবা স্টোনের কাজ করা এই ধরনের রিং বউসাজে আপনাক করে তুলবে অনন্যা।
সানফ্লাওয়ার টো রিং
সূর্যমুখী ফুলের আদলে সোনা এবং রূপোর কম্বিনেশন তৈরি হয় এই রিং। অর্থাৎ ফুলের পাপড়ি তৈরি হয় গোল্ড দিয়ে আর বাকিটা করা হয় সিলভারে। সোনার-রূপার এই মিশ্র টো রিং সকলের মন কাড়বে।
জেমস স্টোন টো রিং
এই বিশেষ ধরনের রিং বিয়ে বা তার পরবর্তী দিনগুলোতেও আপনি পরতে পারবেন। বেনারসির কালার যাই হোক না কেন, এই টো রিং আপনার শাড়ির সঙ্গে একদম মানিয়ে যাবে। আর বিয়ের পরের রিসেপশন হোক বা নতুন বউয়ের সাজ, সঙ্গে রাখুন জেমস স্টোন টো রিং।