• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নতুন বছরে যেসব শব্দ ব্যবহারে আপত্তি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১২:৩৬ পিএম
নতুন বছরে যেসব শব্দ ব্যবহারে আপত্তি!

চিরচেনা শব্দগুলোর ব্যবহার যদি নিষিদ্ধ করা হয়, কেমন হবে বলুন তো! যদি বলা হয়, নতুন বছর থেকে এসব শব্দ ব্যবহার করা যাবে না বা ব্যবহার এড়িয়ে চলতে হবে, তবে! আশ্চর্য হলেও, আপত্তির পর সেই নিষেধাজ্ঞাই মানতে হবে। কারণ ১৯৭৬ সাল থেকে তেমনটাই মানা হচ্ছে।

প্রতিবছর ইংরেজি ভাষার অপছন্দের শব্দ এবং ব্যাক্যাংশের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লেক সুপেরিয়র স্টেট ইউনিভার্সিটি। ১৯৭৬ সাল থেকেই এই তালিকা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়টি। যেখানে বহুল ব্যবহৃত বা অতিপরিচিত শব্দগুলোর প্রতি মানুষ বিরক্তি প্রকাশ করেছে তার তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ২০২১ সালেও প্রকাশ করা হয়েছে। গেল বছরে এই তালিকায় সবার উপরে উঠে এসেছে- ‘ওয়েট, হোয়াট?’ শব্দ দুটি।

গেল বছর সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে শব্দ দুটি। যার পরিপ্রেক্ষিতে আপত্তি তুলে অনেকেই বলেছেন, ‘আর অপেক্ষা করতে চাই না।‘ এই শব্দ দুটি ছাড়াও তালিকায় আরও রয়েছে- ‘সার্কেল ব্যাক’, ‘ডিপ ডাইভ’, ‘ইউ আর অন মিউট’, ‘সাপ্লাই চেইন’, ‘দ্যাট বিয়িং সেইড’, ‘আসকিং ফর আ ফ্রেন্ড’।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে অনলাইনে ইংরেজি ভাষার অপছন্দের শব্দ ও বাক্যাংশ জানতে চাওয়া হয়। নরওয়ে, ব্রিটেন, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশ ১ হাজার ২৫০টির  বেশি শব্দ ও বাক্যাংশ জমা দেয়। সেখান থেকেই সেরা অপছন্দের তালিকায় উঠে এসেছে ১০টি শব্দ।

কর্তৃপক্ষ আরও জানায়, নিত্যদিনের কথোপকথনে ব্যবহৃত শব্দ ও বাক্যাংশ বেছে নেওয়া হয়। কিছু শব্দ ও বাক্যাংশ থাকে, যেগুলো বারবার ব্যবহারে বিরক্ত হন। সেই বিরক্তিতর জেরেই এসব শব্দ ব্যবহারে আপত্তি জানানো হয়।

ব্যবহারকারীরা এসব শব্দ ও বাক্যাংশ বেশি ব্যবহার করেছেন। এবার এগুলো ব্যবহার একদম পছন্দ হচ্ছে না তাদের। তাই ২০২২ সালের নতুন বছরে এসব শব্দ বলা বা শোনা থেকে বিরত থাকতে চান।

 

সূত্র : জি নিউজ

Link copied!