• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জনপ্রিয় হচ্ছে স্যান্ডউইচ জুতা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ১১:৪৫ এএম
জনপ্রিয় হচ্ছে স্যান্ডউইচ জুতা!

স্যান্ডউইচ ছোট-বড় সবার কাছেই জনপ্রিয়। নতুন বছরে এবার জনপ্রিয় হয়ে উঠেছে স্যান্ডউইচ জুতা। অবাক হচ্ছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এখন এই জুতা, যা দেখতে স্যান্ডউইচের মতোই। বাহারি রঙের সমাহার রয়েছে এতে। দুই পাউরুটির মাঝে হরেক রঙের সবজি দিয়ে যেমন স্যান্ডউইচ বানানো হয়। এই জুতার অবয়বও তেমনই। জুতোর আউটলুক যত ভিন্ন, জনপ্রিয়তাও যেন ততটাই বেশি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই দেখা মেলে স্যান্ডউইচ জুতার। নেটিজেনরাও বেশ হইচই শুরু করেছেন এটি নিয়ে। তাদের মতে, ফ্যাশন দুনিয়ায় চমক দেখাতে পারে এই জুতা।

অন্যদিকে এই জুতা নিয়ে নিন্দার অভিব্যক্তিও জানিয়েছেন সমালোচকরা। তারা বলছেন, খাবার জিনিস নিয়ে এমন কাণ্ড মোটেও ঠিক নয়। তা ছাড়া এই জুতার সঙ্গে মানানসই পোশাক না পরলে বেশ বেমানান দেখাবে, যা খুঁজে পাওয়াও কষ্টকর।

সমালোচকদের এমন মন্তব্যেও থেমে নেই অর্ডার। এই জুতা কেনার জন্য হাজারো অর্ডার জমা পড়েছে ‘ডলস কিল’ নামের ওয়েবসাইটে। জুতা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি দামেও রয়েছে চমক। এক জোড়া জুতার কিনতে গুনতে হচ্ছে ৮ হাজার ৫০০ টাকা।

ফ্যাশন দুনিয়ায় নতুনত্ব এলেই হুমড়ি খেয়ে পড়েন ফ্যাশনপ্রেমীরা। স্যান্ডউইচ জুতাও তেমনই একটি। জনপ্রিয় কার্টুন চরিত্র, হরেক প্রিন্ট বা পশুর আদলে তৈরি হওয়া পোশাক আর জুতা যেমন সাদরে গ্রহণ করেছে ফ্যাশন দুনিয়া। এবার স্যান্ডউইচ জুতাও শৌখিনতার অংশ হবে বলে আশা করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

Link copied!