বাড়িতে শখের বাগান করেন অনেকে। বারান্দা, ছাদে থাকে ছোট্ট বাগান। চলে প্রতিদিনের পরিচর্যা। লকডাউনে সময় কাটাতে বাগানের যত্ন আরও বেড়ে গেছে। এই সুযোগে পছন্দসই গাছের চারা এনে লাগিয়েও নিয়েছেন অনেকে।
ছোট্ট বা মাঝারি ফ্ল্যাটের বারান্দায় কিংবা শয়নকক্ষের জানালায় গাছ লাগান। এতে ঘরের শোভা যেন বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু বাইরে থাকা গাছগুলো থেকে ঘরের ভেতরে থাকা গাছগুলোর যত্ন একটু বেশিই করতে হয়। পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা করতে হয়।
ঘরের ভেতরে রাখা গাছগুলোর যত্নে যে বিষয় নজরে রাখতে হবে, তা জানাব এই আয়োজনে।
- নিয়মিত টব পরিষ্কার রাখুন। শুকনো পাতা ঝরে পড়লে তা পরিষ্কার করে নিন। টবে জমতে দেবেন না।
- প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই। এক দিন পরপর পানি দিন। কারণ, ঘরে রোদ কম আসায় গাছের মাটি বেশি সময় ভেজা থাকে। প্রতিদিন পানি দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে।
- মাঝেমধ্যে গাছের ডালপালা ছেঁটে দিন। এতে গাছের গোড়া শক্ত হবে। দ্রুত বেড়ে উঠবে।
- সপ্তাহে একবার অল্প করে কাঁচা দুধ গাছের গোড়ায় দিন। এতে গাছের গোড়া হবে শক্ত।
- পানিতে কাপড় ভিজিয়ে মাঝেমধ্যে গাছের পাতা পরিষ্কার করে নিন। কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। গাছ তরতাজা থাকবে।
- গাছের টবে পোকামাকড় যেন না তা খেয়াল রাখুন। নিয়মিত চেক করুন। এছাড়া কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। পোকামাকড় হবে না।