ঘরেই হোক নেইল এক্সটেনশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:১৭ পিএম
ঘরেই হোক নেইল এক্সটেনশন

সাজ নারীর ভূষণ। নারীরা সাজতে ভীষণ পছন্দ করেন। রূপচর্চা ও সাজে কয়েক ধাপ এগিয়ে গেছে নারীরা। বছর ঘুরতেই সাজে নানা ট্রেন্ড আসে। ভিন্ন রূপে নিজেকে তুলে ধরতে ফ্যাশন ট্রেন্ডে রীতিমত প্রতিযোগিতায় নামে নারীরা।

পার্টিতে যাওয়া আগে নারীদের পোশাক আর সাজে ষোলআনা ঠিক থাকা চাই। কোন একটি অংশও যেন অপূরণ না থাকে। সেজন্য কয়েকদিন আগ থেকেই প্রস্তুতি চলে। মুখ ও চুলের সাজে তো নারীরা চমক দেখিয়েছে। এবার হাতের নখ আকর্ষণীয় করতে নেইল এক্সটেনশন নিয়েও বেশ সচেতন হয়েছেন নারীরা।

হালের ট্রেন্ডে নারীদের সাজের বিশেষ অনুষঙ্গ নেইল এক্সটেনশন। এর সঙ্গে নেইল  পলিশ লাগিয়ে নিলে হাতের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে যায়।

নেইল এক্সটেনশনের জন্য পার্লারে যেতে হচ্ছে। কিন্তু করোনার সময় পার্লারে গিয়ে নেইল এক্সটেনশন করা সম্ভব হচ্ছে না। বাড়িতেই যদি নেইল এক্সটেনশন করে নেওয়া যায় তবে কিন্তু মন্দ হয় না। কিছু টিপস জেনে রাখুন, যা বাড়িতে বসেই আকর্ষণীয় নেইল এক্সটেনশন করা যাবে_

প্রথমে ভালো করে নখ পরিষ্কার করে নিন। রিমুভার দিয়ে নখে লেগে থাকা নেইল পলিশ তুলে নিন। হাত ও পায়ের নখগুলো নখগুলো সুন্দর করে কাটুন। এরপর নখের ওপর নেইল পলিশের এক লেয়ার লাগিয়ে নিন।

নেইল এক্সটেনশনের জন্য় ফলস নেইল ও ইউভি ল্যাম্প প্রয়োজন। ঘরে না থাকলে অনলাইন থেকে কিনে নিন। ফলস নেইলগুলো ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। ফলস নেইলগুলো পরিস্কারের পরই এক্সটেনশন প্রক্রিয়া শুরু হবে।

ফিলারের সাহায্যে নখগুলো পছন্দমতো মাপে কেটে নিন। খেয়াল রাখবেন, নখের সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। এবার এগুলো হাতের নখের উপর বসিয়ে দিন। ফিলারের সাহায্যে নখগুলো আবারও পছন্দমতো মাপে কেটে নিন। ট্রান্সপারেন্ট নেলপলিশের একটি স্তর নখে লাগিয়ে নিন।

 এরপর কাজ শুরু ইউভি ল্যাম্পের। ফলস নেইলসহ হাত দুইটি ইউভি ল্যাম্পের নিচে ৪০ মিনিট রাখুন। এরপর নেলপলিশ নখে পছন্দমতো নেইল ডিজাইন একে নিন। এই পর্যায়ে ৬০ সেকেন্ডের জন্য আবারও ইউভি ল্যাম্পের নিচে নখ রাখতে হবে। বেশ হয়ে যাবে পার্লারের মতোই নেইল এক্সটেনশন।

Link copied!