• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিসমাস ফ্যাশনে নতুনত্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:০৫ পিএম
ক্রিসমাস ফ্যাশনে নতুনত্ব

দরজায় কড়া নাড়ছে বড়দিন।  খ্রিষ্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব এইদিন। শীতের তীব্রতা যতই বাড়ছে বড়দিনের আভাসও মিলছে। ইতোমধ্যে বড়দিন উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সবাই। বিশেষ দিনটিতে কী পরবেন, আর কী উপহার দিবেন তা নিয়ে প্রস্তুতির শেষ নেই। 

এবছর ক্রিসমাসের পার্টিতে কী ধরনের পোশাক পরবেন, তা ভেবেই কেনাকাটা সেরেছেন নিশ্চয়ই। তবুও ক্রিসমাস ফ্যাশনে একঘেয়ে ভাব কাটাতে প্রয়োজন কিছু ছোটখাটো পরিবর্তনের, যা আপনার সামগ্রিক ফ্যাশনে এনে দিতে পারে আমূল পরিবর্তন।

ক্রিসমাস বা বড়দিনের পার্টিতে স্টাইলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। সকাল থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। একের পর এক পার্টি। প্রত্যেক পার্টিতেই নিজের লুক ও ফ্যাশনে নতুনত্ব রাখতেই হবে। ফ্যাশনে নতুনত্ব আনতে আপনাকে প্রচুর পরিশ্রমও করতে হবে না। বরং আকর্ষণীয় হয়ে উঠবেন সহজেই।

শীতের সকালে পরিবারকে নিয়েই শুরু হবে বড়দিনের আয়োজন। দিনের শুরুতেই একটু গাঢ় উজ্জ্বল রঙ বেছে নিন। উজ্জ্বল রঙের একটা নিজস্ব গ্ল্যামার আছে। কোনো পার্টির নিমন্ত্রণে আপনি উজ্জ্বল রঙের পোশাক পরুন। সেই সঙ্গে মেকআপও হালকা হবে। ডিউই লুক ট্রাই করুন। অ্যাকসেসরিজ পরতে পছন্দ করলে হালকা কিছু পরতে পারেন। জমকালো গহনা পরবেন না। পোশাকের সঙ্গে মানানসই গহনা বেছে নিন। 

বড়দিনের উৎসব শীতকালেই হয়। তাই মনের মতো করে সাজতে পারেন। সাজ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। দুপুরের সময়টা প্যাস্টেল রঙের পরিবর্তেও অন্য়ান্য় গাঢ় ও উজ্জ্বল রঙ বেছে নিন। লাল রঙের পোশাক হলেও মন্দ হয় না। এবারও জমকালো গহনা পরবেন না।

শীতের সন্ধ্যায় পার্টিতে যেতে গাঢ় খয়েরি, বটনগ্রিন, রয়াল ব্লু, নেভি ব্লুকালো, লাল, ওয়াইন-এর মতো রঙ বেছে নিতে পারেন। সন্ধ্যার পার্টিতে শাড়ি বা কোনো ওয়েস্টার্ন পোশাকও পরতে পারেন। তসর, টুইড, কটসউল, কর্ড, সিল্ক, সার্জের মতো মেটিরিয়ালের পোশাক পরতে পারেন।

ঘরের পার্টিতে অফ শোল্ডার টপ আর রিপড জিন্স পরতে পারেন। সেই সঙ্গে কনভার্স বা বুট পরতে পারেন। এছাড়াও শিমার ড্রেস পরে নিতে পারেন। শিমার টপও ভালো মানাবে। এগুলো লাল বা কালো রঙের হলে বেশি ভালো হয়।

ক্রিসমাসের মেকআপে নতুন কিছু ট্রাই করুন। প্যাস্টেল শেড এবং নুড লিপস্টিকের বদলে অন্য় কিছু লাগিয়ে নিন। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক  পরতে পারেন। এর সঙ্গে চোখের মেকআপ ভারী না করাই ভালো।

চোখের মেকআপও পারফেক্ট রাখুন। চোখের পাতায় লিকুইড মেটালিক শ্যাডো লাগিয়ে নিন। ম্যাট ব্রোঞ্জ শেড লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।চোখে মাস্কারার লাগিয়ে নিন। পছন্দমতো মাস্কারা একাধিক কোটও লাগাতে পারেন। এরপর গ্লো বেস লাগান এবং ন্যুড লিপস্টিক দিয়ে পরিপূর্ণ লুক নিতে পারেন।

পালাজো জাম্পসুট এখন বেশ ট্রেন্ড-এ আছে। তাছাড়া স্কিন ফিটিং জাম্পসুট সবাইকে মানায় না। কিন্তু পালাজো জাম্পসুট সবাই পরতে পারে। এক্ষেত্রে শীত এড়িয়ে যেতে ভেতরে ইনারের ব্যবহার করতে পারেন।

Link copied!