• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এই গরমে লিপস্টিক ছড়ানো রোধে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১১:৩৭ এএম
এই গরমে লিপস্টিক ছড়ানো রোধে যা করবেন

নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখতে নারীরা সবসময়ই বেশ পটু। পরিপাটি চেহারা ভালোবাসেন সব নারীই। কিন্তু এই গরমের চেহারার যেন বেহাল অবস্থা। গরমে অতিরিক্ত ঘাম, তৈলাক্ত ত্বক আর সঙ্গে আছে মাস্ক। সবমিলিয়ে সাজগোজ একদমই ঘেটে যাচ্ছে।  

বিয়ে বাড়ি হোক বা কর্মক্ষেত্র, নারীর সাজে লিপস্টিক অপরিহার্য। ঠোঁট না রাঙালে অসম্পূর্ণ থেকে যায় মেকআপ। তবে লিপস্টিক যেমন সাজের মাত্রা বাড়ায়, তেমনই এর ভুল প্রয়োগে তা নষ্টও হয়ে যেতে পারে।

অনেক সময় লিপস্টিক পরলেই তা ঠোঁটের চারপাশে ছ়ড়িয়ে পড়ে। গরমে এই সমস্যা আরও বেশি হয়। এর ফলে পড়তে হয় বিড়ম্বনায় পড়তে হয়। তবে লিপস্টিক লাগানোর সময়ে কয়েকটি নিয়ম মেনে চললে এমনটা হওয়ার আশঙ্কা কমে যায়।

জেনে নেওয়া যাক লিপস্টিক লাগানোর কয়েকটি টিপস-

  • লিপস্টিক দেওয়ার আগে লিপলাইনার ব্যবহার করুন। লিপলাইনার পেন্সিলে মোম জাতীয় পদার্থ থাকে। যা লিপস্টিকের তুলনায় গাঢ় রং হয়। ফলে লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকা থাকলে লিপস্টিকের রং তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না।

  • লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা ফাউন্ডেশন লাগিয়ে নিন। তাতে লিপস্টিক ঠোঁটের ওপর ভালোভাবে বসবে।

  • লিপস্টিক লাগানোর পর অল্প করে ফেসপাউডার ঠোঁটের উপর বুলিয়ে নিন। এতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে যাবে। লিপস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে না।

  • ঠোঁটে লিপস্টিক দেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে বাড়তি লিপস্টিকের তৈলাক্তভাব দূর করুন।

 

Link copied!