লাইলাতুল কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন
লাইলাতুল কদর ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। পরিত্র মাহে রমজানের এই রাতটি হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। মহিমান্বিত ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সুরা কাদরে। আল্লাহ বলেন, "নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি ‘লাইলাতুল কদরে।’ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? ‘লাইলাতুল কদর’ হাজার মাস