• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেলিফোন শিল্প সংস্থার লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৯:৫১ এএম
টেলিফোন শিল্প সংস্থার লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে

টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের তিন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে নেওয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি সচিব, উপমহাব্যবস্থাপক (কারিগরি) ও সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি বালক উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ওই দিনই প্রকাশ করা হবে।

কোম্পানি সচিব ও উপমহাব্যবস্থাপক (কারিগরি) পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই ভেন্যুতে ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। সহকারী প্রোগ্রামার পদের উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট পরীক্ষা পরের দিন নেওয়া হবে।

মৌখিক পরীক্ষার সময় আবেদনের কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি ছবি ও নাগরিকত্বের কপি দেখাতে হবে।
 

Link copied!